কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চরবালুয়া গ্রামে একটি খামারে অগ্নিকাণ্ডে আগুনে অর্ধশতাধিক ভেড়া ও ছাগল পুড়ে অঙ্গার হয়ে গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ৮টায় ওই গ্রামের জামশেদের বাড়ি সংলগ্ন খামারে এ ঘটনা ঘটে। শত্রুতা করে কেউ আগুন দিয়েছে বলে অভিযোগ করছেন খামার মালিক।
আগুনে ওই খামারে থাকা অন্তত ৬৫টি ভেড়া ও ছয়টি ছাগল পুড়ে মারা গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক জামশেদ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ্বলতে দেখেতে পান স্থানীয়রা। মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণের আগেই জীবন্ত ৬৫টি ভেড়া ও ৬টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। খামারটি উপজেলা সদর থেকে বেশ দূরে প্রত্যন্ত এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো প্রায় অসম্ভব।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক মো. জামশেদ উদ্দিন অভিযোগ করে বলেন, একটি জায়গা কেনাকে কেন্দ্র করে স্থানীয় আবদুল হামিদ মেস্ত্রী নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় জামশেদ ও তাঁর পরিবারের লোকজনকে হুমকি দিতেন তিনি। এর জেরেই রোববার রাতে খামারের ভেতরে কেউ না থাকার সুযোগে পেট্রল ঢেলে ধরিয়ে দেয় হামিদ মিস্ত্রির লোকজন।
অভিযোগের বিষয়ে জানতে আবদুল হামিদ মেস্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চরবালুয়া গ্রামে একটি খামারে অগ্নিকাণ্ডে আগুনে অর্ধশতাধিক ভেড়া ও ছাগল পুড়ে অঙ্গার হয়ে গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ৮টায় ওই গ্রামের জামশেদের বাড়ি সংলগ্ন খামারে এ ঘটনা ঘটে। শত্রুতা করে কেউ আগুন দিয়েছে বলে অভিযোগ করছেন খামার মালিক।
আগুনে ওই খামারে থাকা অন্তত ৬৫টি ভেড়া ও ছয়টি ছাগল পুড়ে মারা গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক জামশেদ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ্বলতে দেখেতে পান স্থানীয়রা। মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণের আগেই জীবন্ত ৬৫টি ভেড়া ও ৬টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। খামারটি উপজেলা সদর থেকে বেশ দূরে প্রত্যন্ত এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো প্রায় অসম্ভব।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক মো. জামশেদ উদ্দিন অভিযোগ করে বলেন, একটি জায়গা কেনাকে কেন্দ্র করে স্থানীয় আবদুল হামিদ মেস্ত্রী নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় জামশেদ ও তাঁর পরিবারের লোকজনকে হুমকি দিতেন তিনি। এর জেরেই রোববার রাতে খামারের ভেতরে কেউ না থাকার সুযোগে পেট্রল ঢেলে ধরিয়ে দেয় হামিদ মিস্ত্রির লোকজন।
অভিযোগের বিষয়ে জানতে আবদুল হামিদ মেস্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে