সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর। চারদিকে কড়া পাহারা। বছরের পর বছর ধরে দুর্গম এলাকাটির পাহাড় ন্যাড়া করে গড়ে তোলা হয় বিশাল এক সাম্রাজ্য। প্লট বিক্রি থেকে শুরু করে মাদক, খুন—কী ছিল না এখানে। অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল জায়গাটি।
বিশাল এলাকাটির নিয়ন্ত্রণ নিতে একপর্যায়ে মাঠে নামে প্রশাসন। ২০২২ সালের জুলাইয়ে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের গ্রেপ্তারে প্রশাসন স্বস্তির নিশ্বাস ফেলে। এক সপ্তাহ আগে অভিযান দিয়ে উচ্ছেদ করা হয় অনেক অবৈধ স্থাপনা। কিন্তু উচ্ছেদের পরদিন থেকেই ফের এলাকাটির দখল নিয়েছে ভূমিদস্যুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান ঠেকাতে সলিমপুর ও আলীনগরে যাওয়ার পাঁচটি রাস্তার মাঝখানে ৬ ফুট গভীর গর্ত খুঁড়েছে দখলদারেরা। এলাকায় অবস্থান নিয়েছে একাধিক মামলার আসামি ও সন্ত্রাসীরা। তারা প্রকাশ্যে মহড়া দেওয়ার পাশাপাশি উচ্ছেদ করা খাসজমিতে ফের ঘর তৈরি করছে। সম্প্রতি সরকারি গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার জেলহাজতে থাকা ইয়াসিনের নির্দেশে এসব ঘর তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর ও আলীনগরে অভিযান চালানো হয়। এ সময় খাসজমিতে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জঙ্গল সলিমপুরে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ১৩টি সমবায় সমিতির নামে পাহাড় কেটে অবৈধভাবে প্লট তৈরি করে বিক্রি হচ্ছিল। সমিতির নেতারা ৩০ বছর ধরে নন-জুডিশিয়াল স্ট্য়াম্পের মাধ্যমে খাসজমির দখল বিক্রি করে আসছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন জেলে বসে প্রশাসনের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। শুধু তা-ই নয়, জেলে থাকা ইয়াছিন নির্দেশ দিয়েছেন, যাঁরা তাঁর কাছ থেকে প্লট (সরকারি জায়গার দখলস্বত্ব) কিনেছেন, তাঁরা যেন দুই-তিন দিনের মধ্যে প্লট বুঝে নিয়ে স্থাপনা তৈরি করেন। পরে তিনি আর জায়গা দেবেন না। যাঁরা তাঁর কাছ থেকে লাখ লাখ টাকায় দখলস্বত্ব কিনেছেন, তাঁরা ফের স্থাপনা তৈরি করেছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘জেলে বসে আলীনগরে নতুন নতুন ঘর তৈরির নির্দেশ দিয়েছিল ইয়াছিন।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর। চারদিকে কড়া পাহারা। বছরের পর বছর ধরে দুর্গম এলাকাটির পাহাড় ন্যাড়া করে গড়ে তোলা হয় বিশাল এক সাম্রাজ্য। প্লট বিক্রি থেকে শুরু করে মাদক, খুন—কী ছিল না এখানে। অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল জায়গাটি।
বিশাল এলাকাটির নিয়ন্ত্রণ নিতে একপর্যায়ে মাঠে নামে প্রশাসন। ২০২২ সালের জুলাইয়ে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের গ্রেপ্তারে প্রশাসন স্বস্তির নিশ্বাস ফেলে। এক সপ্তাহ আগে অভিযান দিয়ে উচ্ছেদ করা হয় অনেক অবৈধ স্থাপনা। কিন্তু উচ্ছেদের পরদিন থেকেই ফের এলাকাটির দখল নিয়েছে ভূমিদস্যুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান ঠেকাতে সলিমপুর ও আলীনগরে যাওয়ার পাঁচটি রাস্তার মাঝখানে ৬ ফুট গভীর গর্ত খুঁড়েছে দখলদারেরা। এলাকায় অবস্থান নিয়েছে একাধিক মামলার আসামি ও সন্ত্রাসীরা। তারা প্রকাশ্যে মহড়া দেওয়ার পাশাপাশি উচ্ছেদ করা খাসজমিতে ফের ঘর তৈরি করছে। সম্প্রতি সরকারি গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার জেলহাজতে থাকা ইয়াসিনের নির্দেশে এসব ঘর তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর ও আলীনগরে অভিযান চালানো হয়। এ সময় খাসজমিতে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জঙ্গল সলিমপুরে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ১৩টি সমবায় সমিতির নামে পাহাড় কেটে অবৈধভাবে প্লট তৈরি করে বিক্রি হচ্ছিল। সমিতির নেতারা ৩০ বছর ধরে নন-জুডিশিয়াল স্ট্য়াম্পের মাধ্যমে খাসজমির দখল বিক্রি করে আসছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন জেলে বসে প্রশাসনের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। শুধু তা-ই নয়, জেলে থাকা ইয়াছিন নির্দেশ দিয়েছেন, যাঁরা তাঁর কাছ থেকে প্লট (সরকারি জায়গার দখলস্বত্ব) কিনেছেন, তাঁরা যেন দুই-তিন দিনের মধ্যে প্লট বুঝে নিয়ে স্থাপনা তৈরি করেন। পরে তিনি আর জায়গা দেবেন না। যাঁরা তাঁর কাছ থেকে লাখ লাখ টাকায় দখলস্বত্ব কিনেছেন, তাঁরা ফের স্থাপনা তৈরি করেছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘জেলে বসে আলীনগরে নতুন নতুন ঘর তৈরির নির্দেশ দিয়েছিল ইয়াছিন।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে