সোহেল মারমা, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি পরিবহন সংগঠনের নেতা আবুল হোসেন (৩৯)। গত ৭ সেপ্টেম্বর ওয়ান শুটার গান, পাইপ গান, কার্তুজ ও ২ হাজার ২৫০টি ইয়াবা বড়িসহ র্যাবের হাতে আটকের পর বর্তমানে কারাগারে আছেন।
র্যাব বলছে, তিন লাখ টাকার বিনিময়ে একটি পরিবারের মা ও ছেলেকে এসব অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর মামলায় আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবুল হোসেন ওই মা ও ছেলের বাসায় গোপনে ইয়াবা ও অস্ত্র রেখে নিজেই র্যাবকে খবর দিয়েছিলেন। অভিযানের পর তদন্তে বেরিয়ে আসে সাজানো নাটকের বিষয়টি।
শুধু আবুল হোসেন নয়, তাঁর মতো চলতি বছরের এ পর্যন্ত এমন পাঁচটি ঘটনা পেয়েছে র্যাব। এসব ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে অস্ত্র ও ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাওয়ার পরিণতির কথা। তাঁদের সংখ্যাও কম নয়, ৬ জন। এদের অধিকাংশই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যদাতা ছিলেন। যাদের তথ্যের ভিত্তিতে র্যাব নির্ধারিত জায়গায় অভিযানে গিয়েছিল। কিন্তু পরে এসব তথ্যদাতাদেরই আসামি করা হয়।
আগে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য ও তাঁদের অনুগত সোর্সের বিরুদ্ধে এ ধরনের অপরাধে জড়ানোর অভিযোগ পাওয়া যেত, কিন্তু এখন সাধারণ নাগরিকদের একটি অংশ প্রতিপক্ষকে ফাঁসাতে এই কৌশল ব্যবহার করছেন। সংশ্লিষ্টরা বলছেন, যেসব ঘটনায় যদি অপরাধীরা ধরা না পড়ে সে ক্ষেত্রে ঘটনার ভুক্তভোগীদের ভাগ্যে জুটে বছরের পর বছর চলতে থাকা মিথ্যা মামলা ও জেল।
র্যাব-৭–এর অধিনায়ক এম এ ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কিংবা ব্যবসায়িক বিরোধ, জমি-জমা বিরোধ, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলসহ নানান কারণে এ ধরনের অপরাধ প্রবণতা আমরা দেখতে পেয়েছি। অস্ত্র ও ইয়াবা দিয়ে একে অন্যকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছেন তাঁদের অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পেরেছি।’
সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে ক্ষতিগ্রস্ত করা বা শায়েস্তা করার জন্যই এই ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। মূলত সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আইন না মানার সংস্কৃতিসহ বিভিন্ন কারণে এ অপরাধ হচ্ছে। যারা দোষী তাঁদের শাস্তি নিশ্চিত না হওয়াটাও আরেকটি কারণ রয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
৭ সেপ্টেম্বর আবুল হোসেন গ্রেপ্তারের আগে গত ২ জুলাই মাদক থাকার তথ্য পেয়ে কোতোয়ালি থানাধীন টেরিবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে অভিযান চালায় র্যাব। কিন্তু অভিযানে সেখানে উদ্ধার হয় একটি ওয়ান শুটার গান। দোকানটিতে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানটিতে মাদক থাকার বিষয়ে তথ্য দেওয়া আব্দুল শুক্করকে ডেকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দোকানটির মালিককে ফাঁসানোর জন্য তিনজনের পরিকল্পনায় নিজেরাই অস্ত্র মজুত করে র্যাবকে খবর দিয়েছিলেন। শুক্কর ও ইউসুফের সঙ্গে দোকান মালিকের পূর্বশত্রুতা রয়েছে। দোকানটির কর্মচারী মোজাম্মেল হকের সহায়তায় তাঁরা অস্ত্রটি মজুত করেছিলেন।
এর আগে ২১ আগস্ট সাতকানিয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদের সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে তথ্যদাতা জয়নাল আবেদীন নামে এক যুবক আটক হন। তার আগে ২০ ফেব্রুয়ারি বোয়ালখালীতে দেশীয় অস্ত্র সিএনজি অটোরিকশায় রেখে দুই বন্ধুকে র্যাবকে ধরিয়ে দেওয়ার পর নিজেই ফেঁসেছেন তারেকুল ইসলাম নামে এক যুবক। গত ৪ জুন নগরের বায়েজিদে প্রতিপক্ষ যুবক কামাল উদ্দিনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গত ২৮ মে কামালের বসতঘরে জানালা দিয়ে ইয়াবা রেখে পালিয়ে যায় মাসুদ রানা।

চট্টগ্রামের একটি পরিবহন সংগঠনের নেতা আবুল হোসেন (৩৯)। গত ৭ সেপ্টেম্বর ওয়ান শুটার গান, পাইপ গান, কার্তুজ ও ২ হাজার ২৫০টি ইয়াবা বড়িসহ র্যাবের হাতে আটকের পর বর্তমানে কারাগারে আছেন।
র্যাব বলছে, তিন লাখ টাকার বিনিময়ে একটি পরিবারের মা ও ছেলেকে এসব অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর মামলায় আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবুল হোসেন ওই মা ও ছেলের বাসায় গোপনে ইয়াবা ও অস্ত্র রেখে নিজেই র্যাবকে খবর দিয়েছিলেন। অভিযানের পর তদন্তে বেরিয়ে আসে সাজানো নাটকের বিষয়টি।
শুধু আবুল হোসেন নয়, তাঁর মতো চলতি বছরের এ পর্যন্ত এমন পাঁচটি ঘটনা পেয়েছে র্যাব। এসব ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে অস্ত্র ও ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাওয়ার পরিণতির কথা। তাঁদের সংখ্যাও কম নয়, ৬ জন। এদের অধিকাংশই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যদাতা ছিলেন। যাদের তথ্যের ভিত্তিতে র্যাব নির্ধারিত জায়গায় অভিযানে গিয়েছিল। কিন্তু পরে এসব তথ্যদাতাদেরই আসামি করা হয়।
আগে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য ও তাঁদের অনুগত সোর্সের বিরুদ্ধে এ ধরনের অপরাধে জড়ানোর অভিযোগ পাওয়া যেত, কিন্তু এখন সাধারণ নাগরিকদের একটি অংশ প্রতিপক্ষকে ফাঁসাতে এই কৌশল ব্যবহার করছেন। সংশ্লিষ্টরা বলছেন, যেসব ঘটনায় যদি অপরাধীরা ধরা না পড়ে সে ক্ষেত্রে ঘটনার ভুক্তভোগীদের ভাগ্যে জুটে বছরের পর বছর চলতে থাকা মিথ্যা মামলা ও জেল।
র্যাব-৭–এর অধিনায়ক এম এ ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কিংবা ব্যবসায়িক বিরোধ, জমি-জমা বিরোধ, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলসহ নানান কারণে এ ধরনের অপরাধ প্রবণতা আমরা দেখতে পেয়েছি। অস্ত্র ও ইয়াবা দিয়ে একে অন্যকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছেন তাঁদের অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পেরেছি।’
সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কাউকে ক্ষতিগ্রস্ত করা বা শায়েস্তা করার জন্যই এই ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। মূলত সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আইন না মানার সংস্কৃতিসহ বিভিন্ন কারণে এ অপরাধ হচ্ছে। যারা দোষী তাঁদের শাস্তি নিশ্চিত না হওয়াটাও আরেকটি কারণ রয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
৭ সেপ্টেম্বর আবুল হোসেন গ্রেপ্তারের আগে গত ২ জুলাই মাদক থাকার তথ্য পেয়ে কোতোয়ালি থানাধীন টেরিবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে অভিযান চালায় র্যাব। কিন্তু অভিযানে সেখানে উদ্ধার হয় একটি ওয়ান শুটার গান। দোকানটিতে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানটিতে মাদক থাকার বিষয়ে তথ্য দেওয়া আব্দুল শুক্করকে ডেকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দোকানটির মালিককে ফাঁসানোর জন্য তিনজনের পরিকল্পনায় নিজেরাই অস্ত্র মজুত করে র্যাবকে খবর দিয়েছিলেন। শুক্কর ও ইউসুফের সঙ্গে দোকান মালিকের পূর্বশত্রুতা রয়েছে। দোকানটির কর্মচারী মোজাম্মেল হকের সহায়তায় তাঁরা অস্ত্রটি মজুত করেছিলেন।
এর আগে ২১ আগস্ট সাতকানিয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদের সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে তথ্যদাতা জয়নাল আবেদীন নামে এক যুবক আটক হন। তার আগে ২০ ফেব্রুয়ারি বোয়ালখালীতে দেশীয় অস্ত্র সিএনজি অটোরিকশায় রেখে দুই বন্ধুকে র্যাবকে ধরিয়ে দেওয়ার পর নিজেই ফেঁসেছেন তারেকুল ইসলাম নামে এক যুবক। গত ৪ জুন নগরের বায়েজিদে প্রতিপক্ষ যুবক কামাল উদ্দিনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গত ২৮ মে কামালের বসতঘরে জানালা দিয়ে ইয়াবা রেখে পালিয়ে যায় মাসুদ রানা।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৩ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে