কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় জায়গা ছিল ৫০ শতাংশ। পরবর্তী সময়ে রাস্তা নির্মাণ, কবরস্থান, বাড়ির সীমানা নির্ধারণ করায় এখন জায়গা আছে ৩৫ শতাংশ। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর পরিমাপ আরও কম। এখন জায়গা আছে ১৮-২০ শতাংশ।
এলাকার পাঁচজন শিক্ষানুরাগীর দানকৃত ৫০ শতাংশ জমির ওপরে ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের সীমানা নির্ধারণী স্থানকে বাদ দিয়ে বিদ্যালয়ের জায়গার ভেতরের অংশেই নির্মাণ করা হয়েছে কংক্রিটের পিচ ঢালাই রাস্তা। একইভাবে বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে ২০১৬-১৭ সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদের দক্ষিণে আছে কবরস্থান। বিদ্যালয়ের পূর্ব পাশে জায়গাও বেদখল হয়ে গেছে। পার্শ্ববর্তী বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের জমি পূর্ব সীমানা অতিক্রম করে প্রাচীরটি নির্মাণ করায় ওই ব্যক্তির বাড়ির ভেতরে বিদ্যালয়ের কিছু জমি দখলে চলে গেছে।
জানা গেছে, বিদ্যালয় ভবনের উত্তর পাশে যে জায়গা আছে, সেখানে শুধু বিদ্যালয়ের জায়গার ওপরে নির্মাণ করা হয়েছে রাস্তা। এমনকি রাস্তার উত্তর পাশেও আছে বিদ্যালয়ের জায়গা। অন্যদিকে, বিদ্যালয়ের জায়গায় নির্মাণ এবং পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা পুনর্নির্মাণ করায় বিদ্যালয়ের জায়গা আরও সংকীর্ণ হয়ে আসে।
সড়াইল গ্রামের মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, মসজিদটি বিদ্যালয় প্রতিষ্ঠার অনেক পরে এবং কবরস্থানটি বিদ্যালয় প্রতিষ্ঠার শতাধিক বছরের পুরোনো।
কবরস্থানের জমিদাতা এক উত্তরসূরি সড়াইল গ্রামের কাজল হোসেন বলেন, তাঁর পূর্বসূরিদের বিদ্যালয়ের নামে দান করা জমি বাদে অবশিষ্ট জায়গায় কবরস্থান করা হয়েছে এবং এটি প্রায় দুই বছরের পুরোনো।
পূর্ব পাশে সীমানা অতিক্রম করে বিদ্যালয়ের জায়গা বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করে বিদ্যালয়ের কিছু জায়গা দখল করে নেওয়া হয়েছে। বিষয়টির ওপর প্রধান শিক্ষকের মন্তব্য চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, এই দখলকারীর মালিক বর্তমানে নকশা সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন।
জানা গেছে, সার্ভেয়ার দিয়ে পরিমাপের পর বিদ্যালয়ের ব্যবহার্য জায়গার পরিমাণ এখন ৩৫ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন আজকের পত্রিকাকে বলেন, এই বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত আছেন এবং প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় জায়গা ছিল ৫০ শতাংশ। পরবর্তী সময়ে রাস্তা নির্মাণ, কবরস্থান, বাড়ির সীমানা নির্ধারণ করায় এখন জায়গা আছে ৩৫ শতাংশ। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর পরিমাপ আরও কম। এখন জায়গা আছে ১৮-২০ শতাংশ।
এলাকার পাঁচজন শিক্ষানুরাগীর দানকৃত ৫০ শতাংশ জমির ওপরে ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের সীমানা নির্ধারণী স্থানকে বাদ দিয়ে বিদ্যালয়ের জায়গার ভেতরের অংশেই নির্মাণ করা হয়েছে কংক্রিটের পিচ ঢালাই রাস্তা। একইভাবে বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে ২০১৬-১৭ সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদের দক্ষিণে আছে কবরস্থান। বিদ্যালয়ের পূর্ব পাশে জায়গাও বেদখল হয়ে গেছে। পার্শ্ববর্তী বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের জমি পূর্ব সীমানা অতিক্রম করে প্রাচীরটি নির্মাণ করায় ওই ব্যক্তির বাড়ির ভেতরে বিদ্যালয়ের কিছু জমি দখলে চলে গেছে।
জানা গেছে, বিদ্যালয় ভবনের উত্তর পাশে যে জায়গা আছে, সেখানে শুধু বিদ্যালয়ের জায়গার ওপরে নির্মাণ করা হয়েছে রাস্তা। এমনকি রাস্তার উত্তর পাশেও আছে বিদ্যালয়ের জায়গা। অন্যদিকে, বিদ্যালয়ের জায়গায় নির্মাণ এবং পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা পুনর্নির্মাণ করায় বিদ্যালয়ের জায়গা আরও সংকীর্ণ হয়ে আসে।
সড়াইল গ্রামের মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, মসজিদটি বিদ্যালয় প্রতিষ্ঠার অনেক পরে এবং কবরস্থানটি বিদ্যালয় প্রতিষ্ঠার শতাধিক বছরের পুরোনো।
কবরস্থানের জমিদাতা এক উত্তরসূরি সড়াইল গ্রামের কাজল হোসেন বলেন, তাঁর পূর্বসূরিদের বিদ্যালয়ের নামে দান করা জমি বাদে অবশিষ্ট জায়গায় কবরস্থান করা হয়েছে এবং এটি প্রায় দুই বছরের পুরোনো।
পূর্ব পাশে সীমানা অতিক্রম করে বিদ্যালয়ের জায়গা বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করে বিদ্যালয়ের কিছু জায়গা দখল করে নেওয়া হয়েছে। বিষয়টির ওপর প্রধান শিক্ষকের মন্তব্য চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, এই দখলকারীর মালিক বর্তমানে নকশা সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন।
জানা গেছে, সার্ভেয়ার দিয়ে পরিমাপের পর বিদ্যালয়ের ব্যবহার্য জায়গার পরিমাণ এখন ৩৫ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন আজকের পত্রিকাকে বলেন, এই বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত আছেন এবং প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে