নওগাঁর রাণীনগর উপজেলায় বস্তায় আদা চাষ প্রদর্শনীতে অনিয়মের অভিযোগ উঠেছে। কেউ বলছেন তালিকায় নাম থাকলেও প্রদর্শনী পাননি, কেউ বলছেন বরাদ্দ অনুযায়ী প্রদর্শনীর উপকরণ পাননি, আবার কেউ বলছেন কৃষি অফিস থেকে সরবরাহ করা আদাবীজের গাছই ওঠেনি। এতে সরকারের উদ্দেশ্য ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।


নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯ টন চাল জব্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান অভিযানে নেতৃত্ব দেন।

নওগাঁর রাণীনগর থানার পুলিশ ছাত্রলীগের নেতাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (১৫ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন হেলালের অবৈধ ইটভাটাসহ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে দুই ইটভাটার মালিককে মোট