Ajker Patrika

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ও খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২), ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০), গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মণ্ডল (৫৮) ও ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে আব্দুস সামাদ।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, বিস্ফোরক মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে নিশানকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই রাতে মাছ চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাবু মণ্ডলকে। এ ছাড়া টাকা–পয়সা লেনদেনসংক্রান্ত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত