নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকর্ষণীয় ডিজাইন ও কালারের ২৬টি মডেলের বাইসাইকেল বাজারে এনেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বাইসাইকেল। সুলভ দামের এই বাইসাইকেলগুলো এরই মধ্যে গ্রাহকদের প্রশংসা কুড়িয়েছে। অদূর ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশের এই খাতে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।
আজ শুক্রবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাব কনভেনশন হলে ‘আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ শামীম উদ্দিন বলেন, ‘আকিজ বাইসাইকেল যাত্রা শুরু করেছে গত বছরের মাঝামাঝি। এরই মধ্যে আমরা বাংলাদেশের বাজারে একটি বিশ্বস্ত ও স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিতে পেরেছি। এখন ছোট পরিসরে থাকলেও ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশে এই সেক্টরে নেতৃত্ব দেবে।’
এ সময় তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে এই সেক্টরে আকিজ গ্রুপ অন্তত ৫০০ কোটি টাকা বিনিয়োগ করব। বর্তমানে আকিজ বাইসাইকেল ২০০ জনবল আছে। আগামী বছর এই সংখ্যাকে ১ হাজার ২০০-তে উন্নীত করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।
যে ২৬টি মডেলের আকিজ বাইসাইকেল বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে—শিশুদের জন্য জুনিয়র ক্যাটাগরি, বড়দের জন্য মাউন্টেন ও ট্র্যাডিশনাল ক্যাটাগরির বাইসাইকেল উল্লেখযোগ্য। সাইকেলগুলোর দাম ধরা হয়েছে ৬ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ভবিষ্যতে ইলেকট্রিক স্পোর্টস রেসিং, ফ্যাট, ফোল্ডিং ইত্যাদি ক্যাটাগরির বাইসাইকেল উৎপাদনের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকিজ বাইসাইকেল লিমিটেডের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘আকিজ বাইসাইকেলের কাঁচামাল ও মেশিনারিগুলো নেদারল্যান্ডস, ইংল্যান্ড বেলজিয়াম, ইতালি, জাপান, তাইওয়ান, চায়না ও ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হচ্ছে। এ বছরের শেষের দিকে আকিজ বাইসাইকেলে বর্তমানের থেকে দ্বিগুণ উৎপাদন হবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে।’

আকর্ষণীয় ডিজাইন ও কালারের ২৬টি মডেলের বাইসাইকেল বাজারে এনেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বাইসাইকেল। সুলভ দামের এই বাইসাইকেলগুলো এরই মধ্যে গ্রাহকদের প্রশংসা কুড়িয়েছে। অদূর ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশের এই খাতে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।
আজ শুক্রবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাব কনভেনশন হলে ‘আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ শামীম উদ্দিন বলেন, ‘আকিজ বাইসাইকেল যাত্রা শুরু করেছে গত বছরের মাঝামাঝি। এরই মধ্যে আমরা বাংলাদেশের বাজারে একটি বিশ্বস্ত ও স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিতে পেরেছি। এখন ছোট পরিসরে থাকলেও ভবিষ্যতে আকিজ বাইসাইকেল বাংলাদেশে এই সেক্টরে নেতৃত্ব দেবে।’
এ সময় তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে এই সেক্টরে আকিজ গ্রুপ অন্তত ৫০০ কোটি টাকা বিনিয়োগ করব। বর্তমানে আকিজ বাইসাইকেল ২০০ জনবল আছে। আগামী বছর এই সংখ্যাকে ১ হাজার ২০০-তে উন্নীত করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।
যে ২৬টি মডেলের আকিজ বাইসাইকেল বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে—শিশুদের জন্য জুনিয়র ক্যাটাগরি, বড়দের জন্য মাউন্টেন ও ট্র্যাডিশনাল ক্যাটাগরির বাইসাইকেল উল্লেখযোগ্য। সাইকেলগুলোর দাম ধরা হয়েছে ৬ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ভবিষ্যতে ইলেকট্রিক স্পোর্টস রেসিং, ফ্যাট, ফোল্ডিং ইত্যাদি ক্যাটাগরির বাইসাইকেল উৎপাদনের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকিজ বাইসাইকেল লিমিটেডের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘আকিজ বাইসাইকেলের কাঁচামাল ও মেশিনারিগুলো নেদারল্যান্ডস, ইংল্যান্ড বেলজিয়াম, ইতালি, জাপান, তাইওয়ান, চায়না ও ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হচ্ছে। এ বছরের শেষের দিকে আকিজ বাইসাইকেলে বর্তমানের থেকে দ্বিগুণ উৎপাদন হবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে।’

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
১৪ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে