নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ পানিতে তলিয়ে যাচ্ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকিং সেবাও। ব্যাংকাররা জানিয়েছেন, বন্যার পানি বাড়তে থাকায়, তাঁরা বাধ্য হয়ে এটিএমসহ শাখা পর্যায়ে ব্যাংকিং সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন গতকাল শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের ৫০টির মতো এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে। এগুলোর বেশির ভাগই সুনামগঞ্জ ও সিলেটে।’ তিনি একটি ডুবন্ত এটিএম বুথের ছবি দিয়ে লেখেন, এটি ছাতকে তাঁদের ব্যাংকের একটি এটিএম বুথের ছবি।
এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের একজন মহাব্যবস্থাপক বিষয়টি দেখভাল করছেন। তিনি আমাদের হালনাগাদ প্রতিবেদন দিচ্ছেন। আমরা ব্যাংকিং সেবার স্বাভাবিক রাখার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমাণ পানি ঢুকে গেছে। গ্রাহকেরা ব্যাংকে আসতে পারেননি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথের শাখা বন্ধ রাখতে পারি। তবে আমরা আমাদের এটিএমগুলো আগেই সরিয়ে রেখেছি।’ তিনি জানান, বন্যাকবলিত কোনো কোনো স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে।
আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে জানান, বন্যাকবলিত এলাকায় তাঁদের এটিএম বুথসহ সার্বিক ব্যাংকিং সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ পানিতে তলিয়ে যাচ্ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকিং সেবাও। ব্যাংকাররা জানিয়েছেন, বন্যার পানি বাড়তে থাকায়, তাঁরা বাধ্য হয়ে এটিএমসহ শাখা পর্যায়ে ব্যাংকিং সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন গতকাল শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের ৫০টির মতো এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে। এগুলোর বেশির ভাগই সুনামগঞ্জ ও সিলেটে।’ তিনি একটি ডুবন্ত এটিএম বুথের ছবি দিয়ে লেখেন, এটি ছাতকে তাঁদের ব্যাংকের একটি এটিএম বুথের ছবি।
এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের একজন মহাব্যবস্থাপক বিষয়টি দেখভাল করছেন। তিনি আমাদের হালনাগাদ প্রতিবেদন দিচ্ছেন। আমরা ব্যাংকিং সেবার স্বাভাবিক রাখার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমাণ পানি ঢুকে গেছে। গ্রাহকেরা ব্যাংকে আসতে পারেননি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথের শাখা বন্ধ রাখতে পারি। তবে আমরা আমাদের এটিএমগুলো আগেই সরিয়ে রেখেছি।’ তিনি জানান, বন্যাকবলিত কোনো কোনো স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে।
আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে জানান, বন্যাকবলিত এলাকায় তাঁদের এটিএম বুথসহ সার্বিক ব্যাংকিং সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
১ ঘণ্টা আগে
২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
৪ ঘণ্টা আগে
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
১৪ ঘণ্টা আগে