
বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ পানিতে তলিয়ে যাচ্ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকিং সেবাও। ব্যাংকাররা জানিয়েছেন, বন্যার পানি বাড়তে থাকায়, তাঁরা বাধ্য হয়ে এটিএমসহ শাখা পর্যায়ে ব্যাংকিং সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন গতকাল শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের ৫০টির মতো এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে। এগুলোর বেশির ভাগই সুনামগঞ্জ ও সিলেটে।’ তিনি একটি ডুবন্ত এটিএম বুথের ছবি দিয়ে লেখেন, এটি ছাতকে তাঁদের ব্যাংকের একটি এটিএম বুথের ছবি।
এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের একজন মহাব্যবস্থাপক বিষয়টি দেখভাল করছেন। তিনি আমাদের হালনাগাদ প্রতিবেদন দিচ্ছেন। আমরা ব্যাংকিং সেবার স্বাভাবিক রাখার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমাণ পানি ঢুকে গেছে। গ্রাহকেরা ব্যাংকে আসতে পারেননি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথের শাখা বন্ধ রাখতে পারি। তবে আমরা আমাদের এটিএমগুলো আগেই সরিয়ে রেখেছি।’ তিনি জানান, বন্যাকবলিত কোনো কোনো স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে।
আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে জানান, বন্যাকবলিত এলাকায় তাঁদের এটিএম বুথসহ সার্বিক ব্যাংকিং সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ম্যানচেস্টার রুট স্থগিতের পূর্বঘোষিত সময় ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে ১ মার্চ নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের জন্য কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড, ফ্লাইট পরিবর্তন কিংবা লন্ডন হয়ে যাত্রার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সুবিধাজনক অন্য তারিখে ফ্লাইট পরিবর্তনের ক্ষেত্রেও অতিরিক্ত ফি প্রযোজ্য...
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
১৬ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
১৬ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
১৯ ঘণ্টা আগে