নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডলার কারসাজির মাধ্যমে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে এবার ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো—ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
গতকাল বুধবার রাতে ব্যাংকগুলোর নির্বাহীপ্রধানকে চিঠি দিয়ে অতি মুনাফার বিষয়ে জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ওই ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানদের অন্যত্র সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
এ ছাড়া আরও ১২টি ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত মুনাফা ও ডলার কারসাজির অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শোকজপ্রাপ্তরা হলেন—ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম শিরিন, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. কামাল হোসেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ সিইও নাসের এজাজ বিজয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলার কারসাজির ও অতি মুনাফার দায়ে ওই ছয় ব্যাংকের সিইওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছড়া আরও ডজনখানেক ব্যাংকের বিরুদ্ধে একই রকম অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
কেন্দ্রীয় ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডলার কারজারি করে অস্বাভাবিক মুনাফা করা ১২টি ব্যাংকের মধ্যে রয়েছে—ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের অতিরিক্ত মুনাফার কোনো আইনে অপরাধ তা বাংলাদেশ ব্যাংক পরিষ্কার করেনি। আর অতি মুনাফা করা অনেক ব্যাংকের তথ্য পেলেও কেন শুধু ছয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক? এটা একটা বৈষম্য। এ ছাড়া রেগুলেটরি হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন? ব্যক্তি কী নিজস্ব হিসাব ব্যবহার করে কারসাজি করেছে? তা তো বলছে না। এভাবে ব্যবস্থা নিলে ব্যাংক খাতে অনীহা সৃষ্টি হবে।’

ডলার কারসাজির মাধ্যমে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে এবার ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো—ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
গতকাল বুধবার রাতে ব্যাংকগুলোর নির্বাহীপ্রধানকে চিঠি দিয়ে অতি মুনাফার বিষয়ে জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ওই ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানদের অন্যত্র সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
এ ছাড়া আরও ১২টি ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত মুনাফা ও ডলার কারসাজির অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শোকজপ্রাপ্তরা হলেন—ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম শিরিন, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. কামাল হোসেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ সিইও নাসের এজাজ বিজয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলার কারসাজির ও অতি মুনাফার দায়ে ওই ছয় ব্যাংকের সিইওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছড়া আরও ডজনখানেক ব্যাংকের বিরুদ্ধে একই রকম অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে দোষ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
কেন্দ্রীয় ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডলার কারজারি করে অস্বাভাবিক মুনাফা করা ১২টি ব্যাংকের মধ্যে রয়েছে—ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের অতিরিক্ত মুনাফার কোনো আইনে অপরাধ তা বাংলাদেশ ব্যাংক পরিষ্কার করেনি। আর অতি মুনাফা করা অনেক ব্যাংকের তথ্য পেলেও কেন শুধু ছয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক? এটা একটা বৈষম্য। এ ছাড়া রেগুলেটরি হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন? ব্যক্তি কী নিজস্ব হিসাব ব্যবহার করে কারসাজি করেছে? তা তো বলছে না। এভাবে ব্যবস্থা নিলে ব্যাংক খাতে অনীহা সৃষ্টি হবে।’

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্ট মানের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় স্পিনিং-শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো ও এলডিসি উত্তরণপরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে এমন
৩ ঘণ্টা আগে
দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন।
৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৯ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৯ ঘণ্টা আগে