জয়নাল আবেদীন খান, ঢাকা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদহার বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় ব্যাংক। গত জুলাইয়ে ৯ শতাংশের সীমা তুলে দিয়ে স্মার্ট (৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেট) পদ্ধতি চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি মাসেই বাড়ছে ঋণের সুদহার। এতে কমতে শুরু করেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, যার প্রভাব পড়ছে শিল্পে। শিল্পমালিকেরা বলছেন, উচ্চ সুদহারের কারণে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে। এতে এই খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পূবালী ব্যাংক থেকে গত বছরের জুলাই মাসে সাড়ে ৯ শতাংশ হারে ঋণ নেন উদ্যোক্তা আফিয়া বেগম। সেই থেকে প্রতি মাসে বাড়ছে সুদের হার। বর্তমানে তিনি ১৪ শতাংশ হারে সুদ দিচ্ছেন। এভাবে বাড়তে থাকলে ঋণের বোঝা একটা পর্যায়ে অসহনীয় হয়ে পড়বে বলে শঙ্কায় আছেন তিনি। উদ্বিগ্ন এই ব্যবসায়ী বলেন, সুদের হার বৃদ্ধির তো একটা শেষ থাকা দরকার।
চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ব্যাংকগুলো স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ আদায়ের সুযোগ পায়। গত জুলাইয়ে স্মার্ট সুদহার ছিল ৭.১০ শতাংশ। আর এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১০.৫৫ শতাংশ। স্মার্ট সুদহারের সঙ্গে আরও সাড়ে ৩ শতাংশ যোগ করলে সুদের হার দাঁড়ায় ১৩.৫৫ শতাংশ। আর আর্থিক প্রতিষ্ঠানে সুদের হার দাঁড়াবে ১৫ দশমিক ৫৫ শতাংশ।
এভাবে সুদের হার বাড়তে থাকলে তা শিল্পের ওপর দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন শিল্পমালিকেরা। এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ডলার, গ্যাস, বিদ্যুতের সংকট আগে থেকেই ছিল। ফলে নতুন বিনিয়োগ হয়নি। এখন সুদের হার বৃদ্ধি খড়্গ হিসেবে দেখা দিয়েছে। এ অবস্থা চললে বিনিয়োগ হবে না। বরং যেসব বিনিয়োগ মাঠে রয়েছে, সেগুলোর অস্তিত্ব সংকটে পড়বে। উচ্চ সুদের কারণে বিনিয়োগ কমেছে। আর বিনিয়োগ কমায় উৎপাদন এবং কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়ছে।’
সুদহার বৃদ্ধির পর থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত ব্যাংকাররাও। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এর মধ্যে অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার হলো ক্রমবর্ধমান অর্থনীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে শিল্প উৎপাদন কমবে। ফলে অনাদায়ি ঋণ ও ফোর্স লোন বৃদ্ধি পাবে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৩ শতাংশ, আর ২০২৩ সালের জানুয়ারিতে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৬২ শতাংশ।
পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পরিচালক শামস মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি ও ডলার-সংকটের সঙ্গে নতুন সংকট হলো সুদর হার টানা বৃদ্ধি। এতে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। আমদানি ব্যয় কমেছে ১৩ বিলিয়ন ডলার। অথচ রপ্তানি আয় বেড়েছে। আমদানি কমলে তো উৎপাদন কমবে। একই সঙ্গে হ্রাস পাবে কর্মসংস্থান। গত বছর পোশাক খাতে ৪০ হাজার শ্রমিক কর্ম হারান। এসব দিক বিবেচনায় বিনিয়োগ বাড়াতে হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদহার বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় ব্যাংক। গত জুলাইয়ে ৯ শতাংশের সীমা তুলে দিয়ে স্মার্ট (৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেট) পদ্ধতি চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি মাসেই বাড়ছে ঋণের সুদহার। এতে কমতে শুরু করেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, যার প্রভাব পড়ছে শিল্পে। শিল্পমালিকেরা বলছেন, উচ্চ সুদহারের কারণে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে। এতে এই খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পূবালী ব্যাংক থেকে গত বছরের জুলাই মাসে সাড়ে ৯ শতাংশ হারে ঋণ নেন উদ্যোক্তা আফিয়া বেগম। সেই থেকে প্রতি মাসে বাড়ছে সুদের হার। বর্তমানে তিনি ১৪ শতাংশ হারে সুদ দিচ্ছেন। এভাবে বাড়তে থাকলে ঋণের বোঝা একটা পর্যায়ে অসহনীয় হয়ে পড়বে বলে শঙ্কায় আছেন তিনি। উদ্বিগ্ন এই ব্যবসায়ী বলেন, সুদের হার বৃদ্ধির তো একটা শেষ থাকা দরকার।
চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ব্যাংকগুলো স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ আদায়ের সুযোগ পায়। গত জুলাইয়ে স্মার্ট সুদহার ছিল ৭.১০ শতাংশ। আর এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১০.৫৫ শতাংশ। স্মার্ট সুদহারের সঙ্গে আরও সাড়ে ৩ শতাংশ যোগ করলে সুদের হার দাঁড়ায় ১৩.৫৫ শতাংশ। আর আর্থিক প্রতিষ্ঠানে সুদের হার দাঁড়াবে ১৫ দশমিক ৫৫ শতাংশ।
এভাবে সুদের হার বাড়তে থাকলে তা শিল্পের ওপর দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন শিল্পমালিকেরা। এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ডলার, গ্যাস, বিদ্যুতের সংকট আগে থেকেই ছিল। ফলে নতুন বিনিয়োগ হয়নি। এখন সুদের হার বৃদ্ধি খড়্গ হিসেবে দেখা দিয়েছে। এ অবস্থা চললে বিনিয়োগ হবে না। বরং যেসব বিনিয়োগ মাঠে রয়েছে, সেগুলোর অস্তিত্ব সংকটে পড়বে। উচ্চ সুদের কারণে বিনিয়োগ কমেছে। আর বিনিয়োগ কমায় উৎপাদন এবং কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়ছে।’
সুদহার বৃদ্ধির পর থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত ব্যাংকাররাও। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এর মধ্যে অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার হলো ক্রমবর্ধমান অর্থনীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে শিল্প উৎপাদন কমবে। ফলে অনাদায়ি ঋণ ও ফোর্স লোন বৃদ্ধি পাবে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৩ শতাংশ, আর ২০২৩ সালের জানুয়ারিতে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৬২ শতাংশ।
পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পরিচালক শামস মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি ও ডলার-সংকটের সঙ্গে নতুন সংকট হলো সুদর হার টানা বৃদ্ধি। এতে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। আমদানি ব্যয় কমেছে ১৩ বিলিয়ন ডলার। অথচ রপ্তানি আয় বেড়েছে। আমদানি কমলে তো উৎপাদন কমবে। একই সঙ্গে হ্রাস পাবে কর্মসংস্থান। গত বছর পোশাক খাতে ৪০ হাজার শ্রমিক কর্ম হারান। এসব দিক বিবেচনায় বিনিয়োগ বাড়াতে হবে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৪ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৮ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৯ ঘণ্টা আগে