Ajker Patrika

পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। নতুন করে ভরি প্রতি এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এক সপ্তাহের কম সময়ে ভরিতে দাম বাড়ল ৪ হাজার টাকারও বেশি।

আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস বলছে, স্থানীয় বাজরে তেজাবী বা খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এক সপ্তাহের কম সময়ে ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪ হাজার ৮৩ টাকা। এর আগে গত ১২ নভেম্বর ২২ ক্যারেট সোনার ভরি ছিল সর্বোচ্চ ৮০ হাজার ১৩১ টাকা। যা ১৩ নভেম্বর বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা করা হয়। আজ নতুন দাম নির্ধারণ হলো ভরি প্রতি ৮৪ হাজার ২১৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটে বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৩৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরি প্রতি ২ হাজার ৩৩৩ টাকা। ৫ দিন আগেও ২১ ক্যারেট সোনার ভরি ৭৬ হাজার ৫১৫ টাকায়, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৫৫১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৫৪ হাজার ৩৫৪ টাকায় বিক্রি হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৩৬৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত