Ajker Patrika

সোনার দাম বাড়ছে বিশ্ববাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোনার দাম বাড়ছে বিশ্ববাজারে

ধারাবাহিকভাবে বিশ্ববাজারে বেড়ে চলেছে সোনার দাম। দুই সপ্তাহের ব্যবধানে আউন্সপ্রতি ৮০ ডলার বেড়েছে। ফলে সোনার দাম বেড়ে এখন প্রতি আউন্স ছাড়াল ২ হাজার ৪০০ ডলার। 

তথ্য-উপাত্ত পর্যালোচনায় জানা যায়, চলতি বছরের ২০ মে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ৪২৬ ডলার হয়। এ রেকর্ড দাম হওয়ার পরই দরপতন হয়। দফায় দফায় দাম কমে ২৬ জুন সোনার আউন্স ২ হাজার ২৯৮ ডলারে নেমে আসে। 

এরপর আবার দাম বাড়ার প্রবণতা চলতে থাকে। গত সপ্তাহের আগের সপ্তাহে এক লাফে বেড়ে যায় ৬৪ দশমিক ৪৩ ডলার। এমন বড় উত্থানের পর গত সপ্তাহজুড়েও দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। দফায় দফায় দাম বেড়ে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স ২ হাজার ৪১৫ ডলারে উঠে যায়। 

এদিকে বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারে বাড়ানো হয়। ৮ জুলাই দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৬০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়। 

সোনার দাম বাড়লেও গত সপ্তাহে বিশ্ববাজারে রূপার দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৪০ শতাংশ কমে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭৭ ডলারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত