আজকের পত্রিকা ডেস্ক

জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক অস্থির পরিবেশ এবং সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের নানা অনিয়ম প্রকাশ্যে আসে। এর ফলে ব্যাংক থেকে টাকা তুলে নেন সাধারণ গ্রাহকেরা। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার ব্যাংকে টাকা ফিরতে শুরু করেছে। এর ফলে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমছে। চলতি বছরের অক্টোবর শেষে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার কোটি, যা সেপ্টেম্বরে ছিল ২ লাখ ৮৩ হাজার কোটি টাকা। আর আগস্ট শেষে ছিল ২ লাখ ৯২ হাজার কোটি টাকা। তিন মাসে মানুষের হাতে রাখা টাকা কমেছে প্রায় ১৩ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যাংক খাতে সাধারণত প্রতি মাসে আগের মাসের তুলনায় আমানত বাড়ে। তবে জুলাই ও আগস্ট মাসে আমানত বাড়ার বদলে উল্টো কমেছে। তবে ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত সেপ্টেম্বরে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে।
সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকা। আগস্টে মোট আমানত ছিল ১৭ লাখ ৩১ হাজার কোটি টাকা। সেই হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ১০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘কিছু গ্রাহকের আমানতের টাকা উত্তোলনের প্রয়োজন হচ্ছে না; তারপরও টাকা তুলতে যাচ্ছেন। গ্রাহকের আমানতের টাকা নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই আমানতের টাকা ফেরত পাবেন। একযোগে অধিক গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না।

জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক অস্থির পরিবেশ এবং সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের নানা অনিয়ম প্রকাশ্যে আসে। এর ফলে ব্যাংক থেকে টাকা তুলে নেন সাধারণ গ্রাহকেরা। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার ব্যাংকে টাকা ফিরতে শুরু করেছে। এর ফলে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমছে। চলতি বছরের অক্টোবর শেষে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার কোটি, যা সেপ্টেম্বরে ছিল ২ লাখ ৮৩ হাজার কোটি টাকা। আর আগস্ট শেষে ছিল ২ লাখ ৯২ হাজার কোটি টাকা। তিন মাসে মানুষের হাতে রাখা টাকা কমেছে প্রায় ১৩ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যাংক খাতে সাধারণত প্রতি মাসে আগের মাসের তুলনায় আমানত বাড়ে। তবে জুলাই ও আগস্ট মাসে আমানত বাড়ার বদলে উল্টো কমেছে। তবে ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত সেপ্টেম্বরে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে।
সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকা। আগস্টে মোট আমানত ছিল ১৭ লাখ ৩১ হাজার কোটি টাকা। সেই হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ১০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘কিছু গ্রাহকের আমানতের টাকা উত্তোলনের প্রয়োজন হচ্ছে না; তারপরও টাকা তুলতে যাচ্ছেন। গ্রাহকের আমানতের টাকা নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই আমানতের টাকা ফেরত পাবেন। একযোগে অধিক গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
৬ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
৯ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
১১ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১ দিন আগে