নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল ফিতরে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কার্যক্রম সচল রাখার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রয়োজনে বন্ধের মধ্যেও বৈঠক করবেন। যদি কেউ বিদেশে থাকেন, তবে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে চাল ও অন্যান্য ভোগ্যপণ্য আমদানির বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে ৬ হাজার ৭৮২ কোটি টাকার পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি, সার ও চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য দুটি কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য যথাক্রমে ৬৭৫ কোটি ২৮ লাখ এবং ৬৯১ কোটি ৫৯ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় ২৫৯ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০৬ কোটি ২২ লাখ টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং ১১২ কোটি ১৩ লাখ টাকার ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল ফিতরে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কার্যক্রম সচল রাখার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রয়োজনে বন্ধের মধ্যেও বৈঠক করবেন। যদি কেউ বিদেশে থাকেন, তবে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে চাল ও অন্যান্য ভোগ্যপণ্য আমদানির বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে ৬ হাজার ৭৮২ কোটি টাকার পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি, সার ও চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য দুটি কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য যথাক্রমে ৬৭৫ কোটি ২৮ লাখ এবং ৬৯১ কোটি ৫৯ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় ২৫৯ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০৬ কোটি ২২ লাখ টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং ১১২ কোটি ১৩ লাখ টাকার ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১০ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১০ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১০ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১৪ ঘণ্টা আগে