নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল ফিতরে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কার্যক্রম সচল রাখার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রয়োজনে বন্ধের মধ্যেও বৈঠক করবেন। যদি কেউ বিদেশে থাকেন, তবে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে চাল ও অন্যান্য ভোগ্যপণ্য আমদানির বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে ৬ হাজার ৭৮২ কোটি টাকার পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি, সার ও চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য দুটি কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য যথাক্রমে ৬৭৫ কোটি ২৮ লাখ এবং ৬৯১ কোটি ৫৯ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় ২৫৯ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০৬ কোটি ২২ লাখ টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং ১১২ কোটি ১৩ লাখ টাকার ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল ফিতরে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কার্যক্রম সচল রাখার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রয়োজনে বন্ধের মধ্যেও বৈঠক করবেন। যদি কেউ বিদেশে থাকেন, তবে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে চাল ও অন্যান্য ভোগ্যপণ্য আমদানির বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে ৬ হাজার ৭৮২ কোটি টাকার পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি, সার ও চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য দুটি কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য যথাক্রমে ৬৭৫ কোটি ২৮ লাখ এবং ৬৯১ কোটি ৫৯ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় ২৫৯ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০৬ কোটি ২২ লাখ টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং ১১২ কোটি ১৩ লাখ টাকার ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৪ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৮ ঘণ্টা আগে