নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নগদ প্রণোদনা ও ইউডি সেবার ওপর ফি কমিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
এ ক্ষেত্রে বিশেষ নগদ সহায়তা, নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির সনদ, এসএমই সার্টিফিকেট, ইউডি গ্রহণ, ইউডি সংশোধনী, সার্ভিস চার্জ ও এক্সপোর্ট পারমিশন ফিসহ প্রায় সর্বস্তরের ফি ২৫ শতাংশ কমিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইউডি চার্জ কমানোর ফলে পোশাক রপ্তানি খাতে স্বস্তি ফিরবে এবং শিল্পের উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা করছেন বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমাদের পোশাকশিল্প বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা যেন কিছুটা হলেও স্বস্তি পায়, এ জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মাহমুদ হাসান বলেন, ‘এই চার্জ কমানোর ফলে বছরে আমাদের ১৪ কোটি টাকা রাজস্ব কমে যাবে। কিন্তু তারপরও আমরা ব্যবসায়ীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমরা দায়িত্ব গ্রহণের আগেই আমাদের নির্বাচনী অঙ্গীকারও ছিল।’
ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থায় আমদানি করা কাঁচামাল (যেমন—কাপড়, সুতা ইত্যাদি) নির্দিষ্ট পরিমাণ রপ্তানির জন্য ব্যবহৃত হচ্ছে, তা নিশ্চিত করতেই ইউডি ইস্যু করা হয়। বিজিএমইএ রপ্তানিকারকদের এটি দিয়ে থাকে।
বিজিএমইএ সাধারণ ইউডি চার্জ ৬৩০ টাকা থেকে কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে। জরুরি ইউডি চার্জ ৯৩০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইউডি সংশোধনী চার্জ ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা এবং জরুরি সংশোধনী চার্জ ৬০০ টাকা থেকে কমিয়ে ৪৫০ টাকা করা হয়েছে। বিজিএমইএ এক্সপোর্ট পারমিশন ফি সাধারণের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৫০০ টাকা থেকে কমিয়ে ৩৭৫ টাকা করা হয়েছে।
বিকল্প নগদ সহায়তা ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রদান ফি রপ্তানি মূল্য ভেদে প্রতিটি স্তরেই ২৫ শতাংশ কমানো হয়েছে।

বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নগদ প্রণোদনা ও ইউডি সেবার ওপর ফি কমিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
এ ক্ষেত্রে বিশেষ নগদ সহায়তা, নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির সনদ, এসএমই সার্টিফিকেট, ইউডি গ্রহণ, ইউডি সংশোধনী, সার্ভিস চার্জ ও এক্সপোর্ট পারমিশন ফিসহ প্রায় সর্বস্তরের ফি ২৫ শতাংশ কমিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইউডি চার্জ কমানোর ফলে পোশাক রপ্তানি খাতে স্বস্তি ফিরবে এবং শিল্পের উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা করছেন বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমাদের পোশাকশিল্প বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা যেন কিছুটা হলেও স্বস্তি পায়, এ জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মাহমুদ হাসান বলেন, ‘এই চার্জ কমানোর ফলে বছরে আমাদের ১৪ কোটি টাকা রাজস্ব কমে যাবে। কিন্তু তারপরও আমরা ব্যবসায়ীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমরা দায়িত্ব গ্রহণের আগেই আমাদের নির্বাচনী অঙ্গীকারও ছিল।’
ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থায় আমদানি করা কাঁচামাল (যেমন—কাপড়, সুতা ইত্যাদি) নির্দিষ্ট পরিমাণ রপ্তানির জন্য ব্যবহৃত হচ্ছে, তা নিশ্চিত করতেই ইউডি ইস্যু করা হয়। বিজিএমইএ রপ্তানিকারকদের এটি দিয়ে থাকে।
বিজিএমইএ সাধারণ ইউডি চার্জ ৬৩০ টাকা থেকে কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে। জরুরি ইউডি চার্জ ৯৩০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইউডি সংশোধনী চার্জ ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা এবং জরুরি সংশোধনী চার্জ ৬০০ টাকা থেকে কমিয়ে ৪৫০ টাকা করা হয়েছে। বিজিএমইএ এক্সপোর্ট পারমিশন ফি সাধারণের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৫০০ টাকা থেকে কমিয়ে ৩৭৫ টাকা করা হয়েছে।
বিকল্প নগদ সহায়তা ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রদান ফি রপ্তানি মূল্য ভেদে প্রতিটি স্তরেই ২৫ শতাংশ কমানো হয়েছে।

পাঁচ ব্যাংক একীভূত করে গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন বছরের প্রথম দিনে লেনদেন চালু করেছে। আজ বৃহস্পতিবার ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে চাহিদামতো সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করতে পেরেছেন বিলুপ্ত পাঁচ ব্যাংকের আমানতকারীরা।
১ ঘণ্টা আগে
চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ২০২৫ সালে ২ দশমিক ২৬ মিলিয়ন ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করেছে, যা কোনো কোম্পানির জন্য বিশ্বব্যাপী নতুন রেকর্ড।
২ ঘণ্টা আগে
সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১০.৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ, যা ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার....
৩ ঘণ্টা আগে
কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি-সংক্রান্ত সেবা শতভাগ অনলাইনে দেওয়ার কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৩ ঘণ্টা আগে