নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নগদ প্রণোদনা ও ইউডি সেবার ওপর ফি কমিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
এ ক্ষেত্রে বিশেষ নগদ সহায়তা, নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির সনদ, এসএমই সার্টিফিকেট, ইউডি গ্রহণ, ইউডি সংশোধনী, সার্ভিস চার্জ ও এক্সপোর্ট পারমিশন ফিসহ প্রায় সর্বস্তরের ফি ২৫ শতাংশ কমিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইউডি চার্জ কমানোর ফলে পোশাক রপ্তানি খাতে স্বস্তি ফিরবে এবং শিল্পের উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা করছেন বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমাদের পোশাকশিল্প বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা যেন কিছুটা হলেও স্বস্তি পায়, এ জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মাহমুদ হাসান বলেন, ‘এই চার্জ কমানোর ফলে বছরে আমাদের ১৪ কোটি টাকা রাজস্ব কমে যাবে। কিন্তু তারপরও আমরা ব্যবসায়ীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমরা দায়িত্ব গ্রহণের আগেই আমাদের নির্বাচনী অঙ্গীকারও ছিল।’
ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থায় আমদানি করা কাঁচামাল (যেমন—কাপড়, সুতা ইত্যাদি) নির্দিষ্ট পরিমাণ রপ্তানির জন্য ব্যবহৃত হচ্ছে, তা নিশ্চিত করতেই ইউডি ইস্যু করা হয়। বিজিএমইএ রপ্তানিকারকদের এটি দিয়ে থাকে।
বিজিএমইএ সাধারণ ইউডি চার্জ ৬৩০ টাকা থেকে কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে। জরুরি ইউডি চার্জ ৯৩০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইউডি সংশোধনী চার্জ ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা এবং জরুরি সংশোধনী চার্জ ৬০০ টাকা থেকে কমিয়ে ৪৫০ টাকা করা হয়েছে। বিজিএমইএ এক্সপোর্ট পারমিশন ফি সাধারণের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৫০০ টাকা থেকে কমিয়ে ৩৭৫ টাকা করা হয়েছে।
বিকল্প নগদ সহায়তা ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রদান ফি রপ্তানি মূল্য ভেদে প্রতিটি স্তরেই ২৫ শতাংশ কমানো হয়েছে।

বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নগদ প্রণোদনা ও ইউডি সেবার ওপর ফি কমিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
এ ক্ষেত্রে বিশেষ নগদ সহায়তা, নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির সনদ, এসএমই সার্টিফিকেট, ইউডি গ্রহণ, ইউডি সংশোধনী, সার্ভিস চার্জ ও এক্সপোর্ট পারমিশন ফিসহ প্রায় সর্বস্তরের ফি ২৫ শতাংশ কমিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইউডি চার্জ কমানোর ফলে পোশাক রপ্তানি খাতে স্বস্তি ফিরবে এবং শিল্পের উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা করছেন বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমাদের পোশাকশিল্প বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা যেন কিছুটা হলেও স্বস্তি পায়, এ জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মাহমুদ হাসান বলেন, ‘এই চার্জ কমানোর ফলে বছরে আমাদের ১৪ কোটি টাকা রাজস্ব কমে যাবে। কিন্তু তারপরও আমরা ব্যবসায়ীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমরা দায়িত্ব গ্রহণের আগেই আমাদের নির্বাচনী অঙ্গীকারও ছিল।’
ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থায় আমদানি করা কাঁচামাল (যেমন—কাপড়, সুতা ইত্যাদি) নির্দিষ্ট পরিমাণ রপ্তানির জন্য ব্যবহৃত হচ্ছে, তা নিশ্চিত করতেই ইউডি ইস্যু করা হয়। বিজিএমইএ রপ্তানিকারকদের এটি দিয়ে থাকে।
বিজিএমইএ সাধারণ ইউডি চার্জ ৬৩০ টাকা থেকে কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে। জরুরি ইউডি চার্জ ৯৩০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইউডি সংশোধনী চার্জ ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা এবং জরুরি সংশোধনী চার্জ ৬০০ টাকা থেকে কমিয়ে ৪৫০ টাকা করা হয়েছে। বিজিএমইএ এক্সপোর্ট পারমিশন ফি সাধারণের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৫০০ টাকা থেকে কমিয়ে ৩৭৫ টাকা করা হয়েছে।
বিকল্প নগদ সহায়তা ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রদান ফি রপ্তানি মূল্য ভেদে প্রতিটি স্তরেই ২৫ শতাংশ কমানো হয়েছে।

অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
৩ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশন আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের সম্ভাব্য সুপারিশগুলো
৪ ঘণ্টা আগে
নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) আয়োজিত এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
৯ ঘণ্টা আগে
অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
২১ ঘণ্টা আগে