নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আগামীকাল রোববার থেকে সারা দেশে পেট্রলপাম্প বন্ধ থাকবে বলে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা এসেছে। তবে এই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পাম্পমালিক সংগঠনের নেতারা বলছেন, আগামীকাল সারা দেশে পেট্রলপাম্প বন্ধ থাকবে। তবে একাধিক পেট্রলপাম্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পৌঁছেনি।
গত ২৭ আগস্ট রাজধানীতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ; জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি সুস্পষ্ট করে গেজেট প্রকাশ করার দাবি তুলে ধরেন নেতারা।
সরকারকে এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী আগামীকাল পেট্রলপাম্প বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই দাবিগুলো অনেক দিনের পুরোনো। আমাদের দাবি নিয়ে সর্বশেষ ২৯ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সরকার দাবি বাস্তবায়নের জন্য এক মাস সময় চায়। আমাদের পক্ষে আর সময় দেওয়া সম্ভব না। আমাদের দাবি আদায়ের জন্য আগামীকাল সারা দেশে পেট্রলপাম্প বন্ধ থাকবে।’
দাবি আদায় না হলে কি অনির্দিষ্টকাল পর্যন্ত পেট্রলপাম্প বন্ধ থাকবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘দাবি আদায় করার জন্য আমরা অনির্দিষ্টকাল বলি। তবে এক দিন যাওয়ার পর মনে হয় একটা সমাধান আসবে। আন্দোলন তো আর অনির্দিষ্টকাল চলতে পারে না।’
তবে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং রমনা পেট্রলপাম্প অ্যান্ড সার্ভিস স্টেশনের মালিক মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘যারা আগামীকাল থেকে পেট্রলপাম্প বন্ধের কথা বলছে, তাদের সঙ্গে পেট্রলপাম্প মালিকদের কোনো সম্পর্ক নেই। সারা দেশে আগামীকাল পেট্রলপাম্প খোলা থাকবে।’
মো. নাজমুল হক বলেন, ‘এই তিন দফা দাবি নিয়ে আমরা প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বসেছিলাম। সরকার সেপ্টেম্বর মধ্যে আমাদের দাবি মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এখন যারা পেট্রলপাম্প বন্ধের কথা বলছে তারাসহ সবাই একমত হয়েছিল যে তারা আন্দোলন থেকে সরে আসবে। কিন্তু তারা এখন ভিন্ন কথা বলছে। এটা সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র। আমরা সারা দেশের সকল পেট্রলপাম্প মালিকদের বলে দিয়েছি খোলা রাখতে।’
আগামীকাল পেট্রলপাম্প বন্ধের কর্মসূচির বিষয়ে জানতে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তিনটি পেট্রলপাম্প ও ফিলিং স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। এই তিনটি পেট্রলপাম্পের কর্মকর্তারা বলেছেন, আগামীকাল পেট্রলপাম্প বন্ধ থাকার বিষয়ে বর্তমান কমিটির কোনো নির্দেশনা এখনো তাঁদের কাছে আসেনি। এ ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি বলে জানান কর্মকর্তারা।
রাজধানীর আসাদ গেটে অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন সিএনজি অ্যান্ড সার্ভিস সেন্টারের হিসাবরক্ষণ কর্মকর্তা ফাত্তাহ আজম আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিকেরা আজ আমার কাছ থেকে এ ব্যাপারে জানতে চাওয়ার পর আগামীকালের কর্মসূচির বিষয়টি জেনেছি। আমাদের কর্মচারীরা কাল পাম্পে আসবে। পেট্রলপাম্প বন্ধের ব্যাপারে আমাদের কাছে বর্তমান কমিটি থেকে কোনো নির্দেশনা আসেনি।’
অন্যদিকে আগামীকাল পেট্রলপাম্প বন্ধের ব্যাপারে জানতে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল করিম কাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।
জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবির সপক্ষে এর আগে সাজ্জাদুল করিম কাবুল বলেছিলেন, ‘জ্বালানি তেলের দাম যখন ধাপে ধাপে বাড়ানো হলো, তখন আমাদের কমিশন কমিয়ে দেওয়া হলো। তেলের দাম বাড়ানো হলে আমাদের কমিশনও বাড়াতে হবে। জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করতে হবে।’

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আগামীকাল রোববার থেকে সারা দেশে পেট্রলপাম্প বন্ধ থাকবে বলে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা এসেছে। তবে এই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পাম্পমালিক সংগঠনের নেতারা বলছেন, আগামীকাল সারা দেশে পেট্রলপাম্প বন্ধ থাকবে। তবে একাধিক পেট্রলপাম্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পৌঁছেনি।
গত ২৭ আগস্ট রাজধানীতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ; জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি সুস্পষ্ট করে গেজেট প্রকাশ করার দাবি তুলে ধরেন নেতারা।
সরকারকে এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী আগামীকাল পেট্রলপাম্প বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই দাবিগুলো অনেক দিনের পুরোনো। আমাদের দাবি নিয়ে সর্বশেষ ২৯ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সরকার দাবি বাস্তবায়নের জন্য এক মাস সময় চায়। আমাদের পক্ষে আর সময় দেওয়া সম্ভব না। আমাদের দাবি আদায়ের জন্য আগামীকাল সারা দেশে পেট্রলপাম্প বন্ধ থাকবে।’
দাবি আদায় না হলে কি অনির্দিষ্টকাল পর্যন্ত পেট্রলপাম্প বন্ধ থাকবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘দাবি আদায় করার জন্য আমরা অনির্দিষ্টকাল বলি। তবে এক দিন যাওয়ার পর মনে হয় একটা সমাধান আসবে। আন্দোলন তো আর অনির্দিষ্টকাল চলতে পারে না।’
তবে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং রমনা পেট্রলপাম্প অ্যান্ড সার্ভিস স্টেশনের মালিক মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘যারা আগামীকাল থেকে পেট্রলপাম্প বন্ধের কথা বলছে, তাদের সঙ্গে পেট্রলপাম্প মালিকদের কোনো সম্পর্ক নেই। সারা দেশে আগামীকাল পেট্রলপাম্প খোলা থাকবে।’
মো. নাজমুল হক বলেন, ‘এই তিন দফা দাবি নিয়ে আমরা প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বসেছিলাম। সরকার সেপ্টেম্বর মধ্যে আমাদের দাবি মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এখন যারা পেট্রলপাম্প বন্ধের কথা বলছে তারাসহ সবাই একমত হয়েছিল যে তারা আন্দোলন থেকে সরে আসবে। কিন্তু তারা এখন ভিন্ন কথা বলছে। এটা সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র। আমরা সারা দেশের সকল পেট্রলপাম্প মালিকদের বলে দিয়েছি খোলা রাখতে।’
আগামীকাল পেট্রলপাম্প বন্ধের কর্মসূচির বিষয়ে জানতে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তিনটি পেট্রলপাম্প ও ফিলিং স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। এই তিনটি পেট্রলপাম্পের কর্মকর্তারা বলেছেন, আগামীকাল পেট্রলপাম্প বন্ধ থাকার বিষয়ে বর্তমান কমিটির কোনো নির্দেশনা এখনো তাঁদের কাছে আসেনি। এ ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি বলে জানান কর্মকর্তারা।
রাজধানীর আসাদ গেটে অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন সিএনজি অ্যান্ড সার্ভিস সেন্টারের হিসাবরক্ষণ কর্মকর্তা ফাত্তাহ আজম আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিকেরা আজ আমার কাছ থেকে এ ব্যাপারে জানতে চাওয়ার পর আগামীকালের কর্মসূচির বিষয়টি জেনেছি। আমাদের কর্মচারীরা কাল পাম্পে আসবে। পেট্রলপাম্প বন্ধের ব্যাপারে আমাদের কাছে বর্তমান কমিটি থেকে কোনো নির্দেশনা আসেনি।’
অন্যদিকে আগামীকাল পেট্রলপাম্প বন্ধের ব্যাপারে জানতে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল করিম কাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।
জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবির সপক্ষে এর আগে সাজ্জাদুল করিম কাবুল বলেছিলেন, ‘জ্বালানি তেলের দাম যখন ধাপে ধাপে বাড়ানো হলো, তখন আমাদের কমিশন কমিয়ে দেওয়া হলো। তেলের দাম বাড়ানো হলে আমাদের কমিশনও বাড়াতে হবে। জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করতে হবে।’

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্যচিত্র এখন শুধু দুর্বল তকমার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এদের ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ ও নতুন চুক্তির অনিশ্চয়তা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
৬ ঘণ্টা আগে
ডিসেম্বরে প্রবাসী আয় নতুন রেকর্ড স্পর্শ করলেও বিশ্ববাজারে ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। বৈশ্বিক চাহিদার দুর্বলতা, মার্কিন শুল্ক, ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর চাপ বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় ১৪ শতাংশ কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রপ্তানি আয়ের সার্বিক
৬ ঘণ্টা আগে
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারের মতো নাটকীয় ঘটনার মধ্যেও তেল উৎপাদনে কোনো পরিবর্তন আনছে না ওপেক প্লাস জোট। গতকাল রোববারের বৈঠকে উৎপাদনে স্থিতাবস্থা বজায় রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন জোটের একাধিক প্রতিন
৬ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে