নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুবজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আরও তিনটি পোশাক কারখানা। এর ফলে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৪০ হলো। আজ মঙ্গলবার (১৮ মার্চ) তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয় এ তথ্য জানিয়েছে।
নতুন তিনটি সবুজ কারখানার হলো— গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড। তিনটিই প্লাটিনাম ক্যাটাগরিতে সবুজ সনদ পেয়েছে। এর মধ্যে ইকোটেক্স লিমিটেডের স্কোর ৯০, এলিট গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের স্কোর ৮৫ ও ইউরো নিট স্পিন লিমিটেডের স্কোর ৮৫।
উল্লেখ্য, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। সর্বশেষ ২০২৪ সালে ২৬টি পোশাক কারখানা সবুজ কারখানায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন বছরে এখন পর্যন্ত ৮টি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় জায়গা পেয়েছে।
২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিড স্বীকৃতি পায়।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৪০টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৯৮টি, গোল্ড ১২৮টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে। সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো— যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম লিড। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার ও ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।

সুবজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আরও তিনটি পোশাক কারখানা। এর ফলে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৪০ হলো। আজ মঙ্গলবার (১৮ মার্চ) তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয় এ তথ্য জানিয়েছে।
নতুন তিনটি সবুজ কারখানার হলো— গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড। তিনটিই প্লাটিনাম ক্যাটাগরিতে সবুজ সনদ পেয়েছে। এর মধ্যে ইকোটেক্স লিমিটেডের স্কোর ৯০, এলিট গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের স্কোর ৮৫ ও ইউরো নিট স্পিন লিমিটেডের স্কোর ৮৫।
উল্লেখ্য, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। সর্বশেষ ২০২৪ সালে ২৬টি পোশাক কারখানা সবুজ কারখানায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন বছরে এখন পর্যন্ত ৮টি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় জায়গা পেয়েছে।
২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিড স্বীকৃতি পায়।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৪০টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৯৮টি, গোল্ড ১২৮টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে। সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো— যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম লিড। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার ও ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।

জেসিআই বাংলাদেশ গর্বের সঙ্গে ২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস (জেবিআই) কমিটি ঘোষণা করছে। এই কমিটিতে রয়েছেন অভিজ্ঞ ও উদ্যমী ব্যবসায়ী নেতারা, যাঁরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও সারা দেশে অর্থবহ ব্যবসায়িক সংযোগ তৈরিতে কাজ করবেন।
২ ঘণ্টা আগে
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
৬ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
১২ ঘণ্টা আগে