রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের চাল তুলে সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনা মূল্যের চাল বিতরণ কেন্দ্রে সুবিধাভোগীদের চাল বিক্রির দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে নাম ধরে ধরে লোক ডেকে চাল বিতরণ করা হচ্ছে। অপর দিকে ইউনিয়ন পরিষদের ভেতরের মসজিদসংলগ্ন এলাকায় ডিজিটাল পাল্লা বসিয়ে ওজন করে ৩০ টাকা কেজি ধরে ফড়িয়ারা চাল কিনেছেন।
আজকের পত্রিকার এই প্রতিবেদকের সামনেই দুলাল নামে একজন ওজন করে ফড়িয়া আকতারের কাছে চাল বিক্রি করে দেন। চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো মোটা, তা ছাড়া হাইব্রিড, তাই বিক্রি করে দিচ্ছি।’
একইভাবে আবু সুফিয়ান নামে আরেকজন সুবিধাভোগী চাল বিক্রি করে বস্তা ধরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চাল বিক্রি করে চিনি–সেমাই কিনব। প্রতিবেদকের সামনেই অনন্ত ১০ জন সুবিধাভোগী চাল বিক্রি করেছেন।’
ফড়িয়া আকতার বলেন, ‘অনেকে এসে চাল বিক্রি করে দিচ্ছে, তাই আমরাও কিনছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ বস্তা চাল কিনেছি। কেনা চালের পরিমাণ হবে প্রায় ১ হাজার ৫০০ কেজি।’
উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগীর মাঝে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদেই চাল বিক্রির বিষয়ে জানতে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘চাল তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি। বিষয়টি দেখছি।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের চাল তুলে সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনা মূল্যের চাল বিতরণ কেন্দ্রে সুবিধাভোগীদের চাল বিক্রির দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে নাম ধরে ধরে লোক ডেকে চাল বিতরণ করা হচ্ছে। অপর দিকে ইউনিয়ন পরিষদের ভেতরের মসজিদসংলগ্ন এলাকায় ডিজিটাল পাল্লা বসিয়ে ওজন করে ৩০ টাকা কেজি ধরে ফড়িয়ারা চাল কিনেছেন।
আজকের পত্রিকার এই প্রতিবেদকের সামনেই দুলাল নামে একজন ওজন করে ফড়িয়া আকতারের কাছে চাল বিক্রি করে দেন। চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো মোটা, তা ছাড়া হাইব্রিড, তাই বিক্রি করে দিচ্ছি।’
একইভাবে আবু সুফিয়ান নামে আরেকজন সুবিধাভোগী চাল বিক্রি করে বস্তা ধরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চাল বিক্রি করে চিনি–সেমাই কিনব। প্রতিবেদকের সামনেই অনন্ত ১০ জন সুবিধাভোগী চাল বিক্রি করেছেন।’
ফড়িয়া আকতার বলেন, ‘অনেকে এসে চাল বিক্রি করে দিচ্ছে, তাই আমরাও কিনছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ বস্তা চাল কিনেছি। কেনা চালের পরিমাণ হবে প্রায় ১ হাজার ৫০০ কেজি।’
উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগীর মাঝে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদেই চাল বিক্রির বিষয়ে জানতে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘চাল তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি। বিষয়টি দেখছি।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৩ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে