ঠাকুরগাঁও প্রতিনিধি

সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের ওপর দমন ও নিপীড়ন মূলক আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, এই সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে, তাদের পকেট ভারী করার জন্য। এতে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে একটি অরাজকতা পরিবেশ তৈরি করছে।
বিএনপির মহাসচিব বলেন, `যে সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, পার্লামেন্টে জবাবদিহি করে না, নিজেদের খুশি মতো যা ইচ্ছা করার করে, সে সরকারের কাছে জনগণের কি মূল্য থাকতে পারে। আমরা জানি যে এলপিজি গ্যাস কারা আমদানি করে, ফুয়েল কারা আমদানি করে। সবকিছু মিলে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।'
টিসিবির পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন বাড়ানো হলো বলে অভিযোগ করে ফখরুল বলেন, `টিসিবির পণ্য তো সাধারণ মানুষের জন্য। এটার দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন করা হচ্ছে। বিদ্যুৎ এর দাম প্রতি বছর বৃদ্ধি করে আজকে মানুষের অবস্থা প্রায় শেষ করে দিয়েছে। ট্রাক শ্রমিকদের কর্মসূচিকে আমরা সমর্থন করি। আর আমরা কোনো কর্মসূচি দিব কি না তা ঢাকায় গিয়ে জানাতে পারব।'
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা। পরে মির্জা ফখরুল ঢাকার উদ্দেশ্য সৈয়দপুর বিমান বন্দরের পথে রওনা হন।

সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের ওপর দমন ও নিপীড়ন মূলক আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, এই সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে, তাদের পকেট ভারী করার জন্য। এতে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে একটি অরাজকতা পরিবেশ তৈরি করছে।
বিএনপির মহাসচিব বলেন, `যে সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, পার্লামেন্টে জবাবদিহি করে না, নিজেদের খুশি মতো যা ইচ্ছা করার করে, সে সরকারের কাছে জনগণের কি মূল্য থাকতে পারে। আমরা জানি যে এলপিজি গ্যাস কারা আমদানি করে, ফুয়েল কারা আমদানি করে। সবকিছু মিলে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।'
টিসিবির পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন বাড়ানো হলো বলে অভিযোগ করে ফখরুল বলেন, `টিসিবির পণ্য তো সাধারণ মানুষের জন্য। এটার দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন করা হচ্ছে। বিদ্যুৎ এর দাম প্রতি বছর বৃদ্ধি করে আজকে মানুষের অবস্থা প্রায় শেষ করে দিয়েছে। ট্রাক শ্রমিকদের কর্মসূচিকে আমরা সমর্থন করি। আর আমরা কোনো কর্মসূচি দিব কি না তা ঢাকায় গিয়ে জানাতে পারব।'
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা। পরে মির্জা ফখরুল ঢাকার উদ্দেশ্য সৈয়দপুর বিমান বন্দরের পথে রওনা হন।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১০ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৫ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৪০ মিনিট আগে