ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ছেলে, বাবা ও চাচাসহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেল ৫টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. দলিল উদ্দীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক পরিবারের ওই তিন প্রার্থী হলেন—সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, তাঁর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও তাঁর ছেলে উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার।
এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল।
এ ব্যাপারে মোহাম্মদ আলীর ছেলে আলী আফসার বলেন, ‘আমি ও আমার বাবা দুজনই মনোনয়নপত্র দাখিল করেছি। যাচাই-বাছাই শেষ হওয়ার পর একজনই দাঁড়াব।’
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা এক পরিবারের ওই তিন প্রার্থী স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের পরিবারের সদস্য। সুজনের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ভাই দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনে টানা ৩৫ বছর সংসদ সদস্য ছিলেন। সফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী দুজনই সংসদ সদস্য সুজনের আপন চাচা এবং আলী আফসার চাচাতো ভাই।
গেল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সফিকুল ইসলাম, আহসান হাবীব বুলবুল ও আলী আসলাম জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ বছর আলী আসলাম জুয়েল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তিনি প্রার্থী হননি। তার স্থলে তাঁর বাবা মোহাম্মদ আলী ও ভাই আলী আফসার প্রার্থী হয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা সৈয়দ মেরাজুল হোসেন বলেন, সিপিবির রাজনীতি থেকে উঠে আসা সাবেক এমপি দবিরুল ইসলাম। তিনি দক্ষ সংগঠক ও চতুর। ইউনিয়ন চেয়ারম্যান থেকে এমপি হয়েছেন দবিরুল ইসলাম। আর তার হাত ধরেই ভাই-ভাতিজা আজ ক্ষমতার দৌড়ে ছুটে চলছেন। সাবেক এমপি দবিরুল ইসলাম এখন আওয়ামী লীগের নেতা। তাঁর এক ভাই জাপা থেকে রাজনীতিতে আসেন। বোনের মেয়ে নূরন নাহার বেগম জাপা থেকে এবার সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছেন।
কৃষক নেতা সিরাজুল ইসলাম বলেন, ‘একেই বলে ভাগ্য! কপালে থাকলে ঠেকায় কে।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান জানান, আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় ৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৭ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং আগামী ০৮ মে সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে ৪৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। উপজেলাটিতে ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৮৬৩ জন।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ছেলে, বাবা ও চাচাসহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেল ৫টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. দলিল উদ্দীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক পরিবারের ওই তিন প্রার্থী হলেন—সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, তাঁর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও তাঁর ছেলে উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার।
এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল।
এ ব্যাপারে মোহাম্মদ আলীর ছেলে আলী আফসার বলেন, ‘আমি ও আমার বাবা দুজনই মনোনয়নপত্র দাখিল করেছি। যাচাই-বাছাই শেষ হওয়ার পর একজনই দাঁড়াব।’
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা এক পরিবারের ওই তিন প্রার্থী স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের পরিবারের সদস্য। সুজনের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ভাই দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনে টানা ৩৫ বছর সংসদ সদস্য ছিলেন। সফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী দুজনই সংসদ সদস্য সুজনের আপন চাচা এবং আলী আফসার চাচাতো ভাই।
গেল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সফিকুল ইসলাম, আহসান হাবীব বুলবুল ও আলী আসলাম জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ বছর আলী আসলাম জুয়েল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তিনি প্রার্থী হননি। তার স্থলে তাঁর বাবা মোহাম্মদ আলী ও ভাই আলী আফসার প্রার্থী হয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা সৈয়দ মেরাজুল হোসেন বলেন, সিপিবির রাজনীতি থেকে উঠে আসা সাবেক এমপি দবিরুল ইসলাম। তিনি দক্ষ সংগঠক ও চতুর। ইউনিয়ন চেয়ারম্যান থেকে এমপি হয়েছেন দবিরুল ইসলাম। আর তার হাত ধরেই ভাই-ভাতিজা আজ ক্ষমতার দৌড়ে ছুটে চলছেন। সাবেক এমপি দবিরুল ইসলাম এখন আওয়ামী লীগের নেতা। তাঁর এক ভাই জাপা থেকে রাজনীতিতে আসেন। বোনের মেয়ে নূরন নাহার বেগম জাপা থেকে এবার সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছেন।
কৃষক নেতা সিরাজুল ইসলাম বলেন, ‘একেই বলে ভাগ্য! কপালে থাকলে ঠেকায় কে।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান জানান, আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় ৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৭ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং আগামী ০৮ মে সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে ৪৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। উপজেলাটিতে ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৮৬৩ জন।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে