ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। টানা চার দিন ধরে সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে সরকারি-বেসরকারি পর্যায়ে এখনো শীতার্তদের মধ্যে দেখা যায়নি গরম কাপড় বিতরণ করতে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার সারা দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে ছিল চারদিক। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ঠাকুরগাঁও সদরের আকচা এলাকার কৃষিশ্রমিক জাফর হোসেন বলেন, প্রচণ্ড শীতে খেতে নামলে মনে হয় হাত-পা অবশ হয়ে গেছে।
একই গ্রামের বৃদ্ধ হাবিবুল হক বলেন, ‘বাপু হামরা গরিব মানুষ, কাহো একটা কম্বলও দেয়নি। শীত নিবারণে খুব কষ্ট হচ্ছে।’
শীতার্ত দরিদ্র মানুষ কম্বল না পাওয়ার অভিযোগ করে বলেন, গেল বছর সরকারি কম্বল পেলেও এ বছর কেউ একটা কম্বলও দেয়নি।
রেলস্টেশনে থাকা শিউলী বেগম বলেন, রাতে ঘুমাইলে মনে হয় বরফ পড়ে শরীরে।
সদর উপজেলার বিলপাড়া গ্রামের হালিমা বেওয়া বলেন, সরকারি কম্বল গ্রামে আসে না। কম্বলের জন্য ডিসি অফিসে গেলে হয়তো পাব, কিন্তু দুই শ থেকে আড়াই শ টাকার কম্বল নিতে আরও দুই শ টাকা ভাড়ায় চলে যাবে। সে জন্য কম্বলের পেছনে না ছুটে কষ্টে দিন পার করছি।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, বিশেষ বরাদ্দের ১ হাজারটি কম্বল পেয়েছি, যা চাহিদার তুলনায় অপ্রতুল। আরও কম্বল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানো হয়েছে।

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। টানা চার দিন ধরে সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে সরকারি-বেসরকারি পর্যায়ে এখনো শীতার্তদের মধ্যে দেখা যায়নি গরম কাপড় বিতরণ করতে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার সারা দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে ছিল চারদিক। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ঠাকুরগাঁও সদরের আকচা এলাকার কৃষিশ্রমিক জাফর হোসেন বলেন, প্রচণ্ড শীতে খেতে নামলে মনে হয় হাত-পা অবশ হয়ে গেছে।
একই গ্রামের বৃদ্ধ হাবিবুল হক বলেন, ‘বাপু হামরা গরিব মানুষ, কাহো একটা কম্বলও দেয়নি। শীত নিবারণে খুব কষ্ট হচ্ছে।’
শীতার্ত দরিদ্র মানুষ কম্বল না পাওয়ার অভিযোগ করে বলেন, গেল বছর সরকারি কম্বল পেলেও এ বছর কেউ একটা কম্বলও দেয়নি।
রেলস্টেশনে থাকা শিউলী বেগম বলেন, রাতে ঘুমাইলে মনে হয় বরফ পড়ে শরীরে।
সদর উপজেলার বিলপাড়া গ্রামের হালিমা বেওয়া বলেন, সরকারি কম্বল গ্রামে আসে না। কম্বলের জন্য ডিসি অফিসে গেলে হয়তো পাব, কিন্তু দুই শ থেকে আড়াই শ টাকার কম্বল নিতে আরও দুই শ টাকা ভাড়ায় চলে যাবে। সে জন্য কম্বলের পেছনে না ছুটে কষ্টে দিন পার করছি।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, বিশেষ বরাদ্দের ১ হাজারটি কম্বল পেয়েছি, যা চাহিদার তুলনায় অপ্রতুল। আরও কম্বল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৭ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৫ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৬ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে