ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে তাদের পুশ ইন করা হয়। এ নিয়ে দেড় মাসে শুধু এই সীমান্ত দিয়ে ৭৩ জনকে ঠেলে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬টি শিশু রয়েছে। তাদের প্রকৃত পরিচয় শনাক্তের জন্য তথ্য যাচাই-বাছাই চলছে।
ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ ইনের প্রবণতা বেড়েছে। জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠক করে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া মানুষের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।
ঠাকুরগাঁও মানবাধিকার সংস্থার সভাপতি মো. শাহীনুর রহমান বলেন, ‘এভাবে কাউকে চোরাই পথে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আমরা এ বিষয়ে সরকারের জোরালো কূটনৈতিক উদ্যোগ কামনা করছি।’
হরিপুরের স্থানীয় মানবাধিকারকর্মী রুকাইয়া বেগম বলেন, ‘সীমান্তে যাদের ফেলে যাওয়া হচ্ছে, তারা কেউ জানে না কোথায় যাবে, কোথায় থাকবে। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশুরা খেতে পাচ্ছে না, সুরক্ষা পাচ্ছে না। এটা নিছক একটি সীমান্ত সমস্যা নয়, এটা একটি মানবিক সংকট।’

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে তাদের পুশ ইন করা হয়। এ নিয়ে দেড় মাসে শুধু এই সীমান্ত দিয়ে ৭৩ জনকে ঠেলে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬টি শিশু রয়েছে। তাদের প্রকৃত পরিচয় শনাক্তের জন্য তথ্য যাচাই-বাছাই চলছে।
ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ ইনের প্রবণতা বেড়েছে। জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠক করে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া মানুষের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।
ঠাকুরগাঁও মানবাধিকার সংস্থার সভাপতি মো. শাহীনুর রহমান বলেন, ‘এভাবে কাউকে চোরাই পথে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আমরা এ বিষয়ে সরকারের জোরালো কূটনৈতিক উদ্যোগ কামনা করছি।’
হরিপুরের স্থানীয় মানবাধিকারকর্মী রুকাইয়া বেগম বলেন, ‘সীমান্তে যাদের ফেলে যাওয়া হচ্ছে, তারা কেউ জানে না কোথায় যাবে, কোথায় থাকবে। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশুরা খেতে পাচ্ছে না, সুরক্ষা পাচ্ছে না। এটা নিছক একটি সীমান্ত সমস্যা নয়, এটা একটি মানবিক সংকট।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে