ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের আকাশে হঠাৎ অদ্ভুত আলোর দেখা মিলেছে। গতকাল শনিবার রাতে ফোঁটা ফোঁটা আলোর চলন্ত বিন্দুর এ দৃশ্য দেখে থমকে গিয়েছিল পথচলতি মানুষ। এ সময় অনেকেই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দৃশ্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় অদ্ভুত এই আলোর দেখা মেলে। এ সময় প্রায় ১০ মিনিটের মতো ছুটতে থাকা আলোর বিন্দুগুলো কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশে মিলিয়ে যায়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের স্টার কম্পিউটারের আইটি বিশেষজ্ঞ আয়ুব আলী বলেন, এটি মূলত ইলন মাস্কের ‘স্টারলিংক প্রজেক্টের স্যাটেলাইট ট্রেন’। আকাশ পরিষ্কার থাকায় গতকাল রাতে ৬০টি স্যাটেলাইটের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলার প্রায় সব এলাকা থেকেই এ দৃশ্য দেখা গেছে বলেও তিনি জানান।
তবে এ বিষয়ে ধারণা না থাকায় কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন, কেউ আবার কৌতূহল নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। সদর উপজেলার বেগুনবাড়ির উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন এ বিষয়ে বলেন, ‘অদ্ভুত এই আলো দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মতো অনেকেই বস্তুটি দেখার পর হতবাক হয়ে যায়। আলোর এই উৎস নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয় কৌতূহল। অবশ্য পরে বিষয়টি বুঝতে পেরেছি।’
স্থানীয় স্কুলশিক্ষক আলতাফুর রহমান বলেন, আকাশের পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিম দিকে গিয়ে এটি বিলীন হয়ে যায়। ফোঁটা ফোঁটা আলোর চলার এ দৃশ্য প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।
এদিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘ সারির উজ্জ্বল আলোর বিন্দুর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন উৎসুক অনেকে। রাকিব ইসলাম নামের এক ব্যক্তি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, রাতের আকাশে অদ্ভুত আলোর দেখা মিলল। যেন অনেকগুলো যুদ্ধবিমান একসঙ্গে কোথাও যাচ্ছে।
রবিউল ইসলাম নামের একজন লেখেন, ‘ফোঁটা ফোঁটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি ভয়ও পেয়েছি। আদতে জিনিসটা কী? খারাপ কিছু না তো? কী হতে যাচ্ছে দুনিয়ায়?’
আকাশে তারকাসদৃশ বস্তুর আলোর মিছিল প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহবুবুর রহমান বলেন, খোঁজখবর নিয়ে জানানো সম্ভব হবে এটি আসলে কী?

ঠাকুরগাঁওয়ের আকাশে হঠাৎ অদ্ভুত আলোর দেখা মিলেছে। গতকাল শনিবার রাতে ফোঁটা ফোঁটা আলোর চলন্ত বিন্দুর এ দৃশ্য দেখে থমকে গিয়েছিল পথচলতি মানুষ। এ সময় অনেকেই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দৃশ্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় অদ্ভুত এই আলোর দেখা মেলে। এ সময় প্রায় ১০ মিনিটের মতো ছুটতে থাকা আলোর বিন্দুগুলো কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশে মিলিয়ে যায়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের স্টার কম্পিউটারের আইটি বিশেষজ্ঞ আয়ুব আলী বলেন, এটি মূলত ইলন মাস্কের ‘স্টারলিংক প্রজেক্টের স্যাটেলাইট ট্রেন’। আকাশ পরিষ্কার থাকায় গতকাল রাতে ৬০টি স্যাটেলাইটের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলার প্রায় সব এলাকা থেকেই এ দৃশ্য দেখা গেছে বলেও তিনি জানান।
তবে এ বিষয়ে ধারণা না থাকায় কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন, কেউ আবার কৌতূহল নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। সদর উপজেলার বেগুনবাড়ির উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন এ বিষয়ে বলেন, ‘অদ্ভুত এই আলো দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মতো অনেকেই বস্তুটি দেখার পর হতবাক হয়ে যায়। আলোর এই উৎস নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয় কৌতূহল। অবশ্য পরে বিষয়টি বুঝতে পেরেছি।’
স্থানীয় স্কুলশিক্ষক আলতাফুর রহমান বলেন, আকাশের পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিম দিকে গিয়ে এটি বিলীন হয়ে যায়। ফোঁটা ফোঁটা আলোর চলার এ দৃশ্য প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।
এদিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘ সারির উজ্জ্বল আলোর বিন্দুর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন উৎসুক অনেকে। রাকিব ইসলাম নামের এক ব্যক্তি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, রাতের আকাশে অদ্ভুত আলোর দেখা মিলল। যেন অনেকগুলো যুদ্ধবিমান একসঙ্গে কোথাও যাচ্ছে।
রবিউল ইসলাম নামের একজন লেখেন, ‘ফোঁটা ফোঁটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি ভয়ও পেয়েছি। আদতে জিনিসটা কী? খারাপ কিছু না তো? কী হতে যাচ্ছে দুনিয়ায়?’
আকাশে তারকাসদৃশ বস্তুর আলোর মিছিল প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহবুবুর রহমান বলেন, খোঁজখবর নিয়ে জানানো সম্ভব হবে এটি আসলে কী?

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে