বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ওমর ফারুক পান্না নামের এক যুবদল নেতাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে জানা গেছে।
বহিষ্কার ঘোষণা হওয়া উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক পান্নার দাবি, নিয়ম বহির্ভূতভাবে তাঁকে বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁকে বহিষ্কারের এখতেয়ার উপজেলা বিএনপির নেই। ঠাকুরগাঁও জেলা যুবদল চাইলে তাঁকে বহিষ্কার করার ক্ষমতা রাখে।
বহিষ্কারের ঘোষণা হওয়া ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর গত ০৬ আগস্ট পাড়িয়া বাজারে একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দলীয় ভাবমূর্তি নষ্ট এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্নার সঙ্গে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মোবাইল ফোনে ওমর ফারুক পান্না বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিং কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তা ছাড়া ঠাকুরগাঁও জেলা যুবদল ছাড়া তাঁকে কেউ বহিষ্কার করতে পারেন না। এটা উপজেলা বিএনপি যা করেছে, নিয়ম বহির্ভূতভাবে করেছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান বলেন, ‘দলের কেউ যদি সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়, তাঁর প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া নেব। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ওমর ফারুক পান্না নামের এক যুবদল নেতাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে জানা গেছে।
বহিষ্কার ঘোষণা হওয়া উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক পান্নার দাবি, নিয়ম বহির্ভূতভাবে তাঁকে বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁকে বহিষ্কারের এখতেয়ার উপজেলা বিএনপির নেই। ঠাকুরগাঁও জেলা যুবদল চাইলে তাঁকে বহিষ্কার করার ক্ষমতা রাখে।
বহিষ্কারের ঘোষণা হওয়া ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর গত ০৬ আগস্ট পাড়িয়া বাজারে একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দলীয় ভাবমূর্তি নষ্ট এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্নার সঙ্গে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মোবাইল ফোনে ওমর ফারুক পান্না বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিং কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তা ছাড়া ঠাকুরগাঁও জেলা যুবদল ছাড়া তাঁকে কেউ বহিষ্কার করতে পারেন না। এটা উপজেলা বিএনপি যা করেছে, নিয়ম বহির্ভূতভাবে করেছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান বলেন, ‘দলের কেউ যদি সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়, তাঁর প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া নেব। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে