টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।

বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৮ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে