টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।

বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৪ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে