মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনে আসা কেন্দ্রীয় ও জেলা নেতাদের পথ রোধ করে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিল একাংশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর-ধনবাড়ী সীমানা এলাকার বাঘিল বাজারে এ ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার পুলিশ, বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ শটগানের ১৭ রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারী ৩০ জন আহত হওয়ার দাবি করলেও তাৎক্ষণিক তাদের নাম প্রকাশ করেননি বিক্ষোভকারী নেতারা। পুলিশ সদস্য আনিছুর রহমানকে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বিক্ষোভকারীরা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্র বলছে, দলীয় কোন্দলে মধুপুর ও ধনবাড়ী বিএনপি দুটি ধারায় বিভক্ত। এক অংশের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অপর অংশে রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদ। গত মার্চ মাসের ১০ তারিখ মধুপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হলে সরকার সহিদ গ্রুপের নেতারা পদবঞ্চিত হন। এ নিয়ে তাদের দুই গ্রুপে দ্বন্দ্ব-সংঘাত অব্যাহত আছে। মামলা, গ্রেপ্তার, হাজতে যাওয়ার ঘটনা চলমান।
এরই মধ্যে সরকার সহিদের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এসবের মধ্যেও আহ্বায়ক কমিটির আহ্বানে ধনবাড়ীতে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার কথা।
সরকার সহিদ গ্রুপের একাধিক নেতা বলেন, ‘দীর্ঘদিন বিএনপি করে হামলা-মামলার শিকার হয়ে কমিটিতে স্থান পাওয়া তো দূরের কথা, দাওয়াতও পাইনি। তাই কেন্দ্রীয় নেতাদের সম্মেলনে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে সমবেত হয়েছিলাম। বাঘিল বাজারে আমাদের অবস্থানের কথা শুনে কয়েক হাজার কর্মী-সমর্থক মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়। বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ মহাসড়ক থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সড়ে যেতে বললে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছোড়ে।
এ ঘটনায় ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস হুসাইন জানান, আহত আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনে আসা কেন্দ্রীয় ও জেলা নেতাদের পথ রোধ করে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিল একাংশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর-ধনবাড়ী সীমানা এলাকার বাঘিল বাজারে এ ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার পুলিশ, বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ শটগানের ১৭ রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারী ৩০ জন আহত হওয়ার দাবি করলেও তাৎক্ষণিক তাদের নাম প্রকাশ করেননি বিক্ষোভকারী নেতারা। পুলিশ সদস্য আনিছুর রহমানকে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বিক্ষোভকারীরা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্র বলছে, দলীয় কোন্দলে মধুপুর ও ধনবাড়ী বিএনপি দুটি ধারায় বিভক্ত। এক অংশের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অপর অংশে রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদ। গত মার্চ মাসের ১০ তারিখ মধুপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হলে সরকার সহিদ গ্রুপের নেতারা পদবঞ্চিত হন। এ নিয়ে তাদের দুই গ্রুপে দ্বন্দ্ব-সংঘাত অব্যাহত আছে। মামলা, গ্রেপ্তার, হাজতে যাওয়ার ঘটনা চলমান।
এরই মধ্যে সরকার সহিদের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এসবের মধ্যেও আহ্বায়ক কমিটির আহ্বানে ধনবাড়ীতে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার কথা।
সরকার সহিদ গ্রুপের একাধিক নেতা বলেন, ‘দীর্ঘদিন বিএনপি করে হামলা-মামলার শিকার হয়ে কমিটিতে স্থান পাওয়া তো দূরের কথা, দাওয়াতও পাইনি। তাই কেন্দ্রীয় নেতাদের সম্মেলনে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে সমবেত হয়েছিলাম। বাঘিল বাজারে আমাদের অবস্থানের কথা শুনে কয়েক হাজার কর্মী-সমর্থক মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়। বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ মহাসড়ক থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সড়ে যেতে বললে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছোড়ে।
এ ঘটনায় ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস হুসাইন জানান, আহত আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে