ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।
আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।
আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে