ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।
আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।
আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে