ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা বালুচরে বাদামের চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। এই ফসলের সবুজ পাতায় ছেয়ে গেছে চরাঞ্চল। গত বছরের মতো এবারও ভালো দাম ও ফলন পাওয়ার আশায় বেশি জমিতে বাদাম চাষ করেছেন চাষিরা।
ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, চলতি বছর যমুনার চরাঞ্চলে ১ হাজার ৩২০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবার বেশি জমিতে আবাদ হয়েছে।
সরেজমিনে জানা গেছে, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, অর্জুনা এবং গাবসারা ইউনিয়নের চরতারাই, চরভরুয়া, বলরামপুর, কুঠিবয়ড়া, রায়ের বাসালিয়া, রামাই, বাসিদকল, রুলিপাড়া, গোবিন্দপুর, রামপুর, ডিগ্রিরচর ও কোনাবাড়ীর চরাঞ্চল বাদাম গাছের সবুজ পাতায় ঢেকে গেছে।
বাদাম চাষিরা বলেন, প্রতি বছর বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে বন্যা পরবর্তী সময়ে জেগে ওঠা চরে বাদাম চাষ করি। কারণ অল্পদিনে বাদাম চাষ করে অধিক লাভবান হওয়া যায়। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।
গাবসারা চরাঞ্চলের বাদাম চাষি গফুর মিয়া বলেন, ‘গত বছর আট বিঘা জমিতে বাদাম চাষ করে ভালো লাভবান হয়েছিলাম। বাদামের দাম ভালো পাওয়ায় এ বছর প্রায় ১২ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন হবে।’
সুস্বাদু ও মুখরোচক বাদাম যেমন খাদ্য হিসেবে জোগান দিয়ে থাকে অন্যদিকে তেলের চাহিদা পূরণ করে। বাদামখেত থেকে কচিপাতা কেটে কৃষকেরা গরু-ছাগলের খাওয়ান। এতে গরু-ছাগল স্বাস্থ্যবান হয় বলে জানান কৃষকেরা।
কৃষকেরা আরও জানান, অন্য ফসলের মতো বাদামের জমিতে তেমন একটা সার ও কীটনাশক দিতে হয় না। শুধু সময়মতো বীজ বুনে বাদাম ঘরে তোলার জন্য অপেক্ষায় থাকতে হয়। বীজ রোপণে দুই থেকে তিন মাসের মধ্যেই বাদাম তুলে সংগ্রহ ও হাট-বাজারে বিক্রি করা যায়।
কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে চরাঞ্চলের বাদাম চাষিদের মধ্যে বিনা মূল্যে সার ও বাদামের বীজ বিতরণ করেছি। বাদামের ফলন ভালো করার জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে বিগত বছরগুলোর চেয়ে এ বছর বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা বালুচরে বাদামের চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। এই ফসলের সবুজ পাতায় ছেয়ে গেছে চরাঞ্চল। গত বছরের মতো এবারও ভালো দাম ও ফলন পাওয়ার আশায় বেশি জমিতে বাদাম চাষ করেছেন চাষিরা।
ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, চলতি বছর যমুনার চরাঞ্চলে ১ হাজার ৩২০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবার বেশি জমিতে আবাদ হয়েছে।
সরেজমিনে জানা গেছে, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, অর্জুনা এবং গাবসারা ইউনিয়নের চরতারাই, চরভরুয়া, বলরামপুর, কুঠিবয়ড়া, রায়ের বাসালিয়া, রামাই, বাসিদকল, রুলিপাড়া, গোবিন্দপুর, রামপুর, ডিগ্রিরচর ও কোনাবাড়ীর চরাঞ্চল বাদাম গাছের সবুজ পাতায় ঢেকে গেছে।
বাদাম চাষিরা বলেন, প্রতি বছর বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে বন্যা পরবর্তী সময়ে জেগে ওঠা চরে বাদাম চাষ করি। কারণ অল্পদিনে বাদাম চাষ করে অধিক লাভবান হওয়া যায়। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।
গাবসারা চরাঞ্চলের বাদাম চাষি গফুর মিয়া বলেন, ‘গত বছর আট বিঘা জমিতে বাদাম চাষ করে ভালো লাভবান হয়েছিলাম। বাদামের দাম ভালো পাওয়ায় এ বছর প্রায় ১২ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন হবে।’
সুস্বাদু ও মুখরোচক বাদাম যেমন খাদ্য হিসেবে জোগান দিয়ে থাকে অন্যদিকে তেলের চাহিদা পূরণ করে। বাদামখেত থেকে কচিপাতা কেটে কৃষকেরা গরু-ছাগলের খাওয়ান। এতে গরু-ছাগল স্বাস্থ্যবান হয় বলে জানান কৃষকেরা।
কৃষকেরা আরও জানান, অন্য ফসলের মতো বাদামের জমিতে তেমন একটা সার ও কীটনাশক দিতে হয় না। শুধু সময়মতো বীজ বুনে বাদাম ঘরে তোলার জন্য অপেক্ষায় থাকতে হয়। বীজ রোপণে দুই থেকে তিন মাসের মধ্যেই বাদাম তুলে সংগ্রহ ও হাট-বাজারে বিক্রি করা যায়।
কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে চরাঞ্চলের বাদাম চাষিদের মধ্যে বিনা মূল্যে সার ও বাদামের বীজ বিতরণ করেছি। বাদামের ফলন ভালো করার জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে বিগত বছরগুলোর চেয়ে এ বছর বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৯ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২১ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩১ মিনিট আগে