ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে বেড়ার টিন কেটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেনের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এ সময় ঘরের আলমারি ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, আগেই তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়েছিল। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে এখনো অসুস্থ। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাড়ির মালিকের মেয়ে আজকের পত্রিকাকে জানান, ‘গত মঙ্গলবার থেকে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এ জন্য আমি শ্বশুরবাড়ি থেকে তাদের দেখতে আসি। এসে দেখি সবাই অসুস্থ। আমার ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর বুধবার রাতে সবাই খাওয়াদাওয়া সেরে রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। শেষরাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো। আলমারি খোলা ও তালা ভাঙা। ভেতরে কিছুই নেই। চোরেরা সবকিছু নিয়ে গেছে। সেখানে আমাদের তিন বোন ও মায়ের রাখা গয়নাসহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিল।’
এলাকাবাসী বলেন, ‘রাত ৪টার দিকে বাড়ির সবার ডাক–চিৎকারে আমরা এগিয়ে আসি। এসে দেখি ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। শুনলাম সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা।’
এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাঠে একাধিক টিম কাজ করছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে বেড়ার টিন কেটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেনের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এ সময় ঘরের আলমারি ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, আগেই তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়েছিল। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে এখনো অসুস্থ। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাড়ির মালিকের মেয়ে আজকের পত্রিকাকে জানান, ‘গত মঙ্গলবার থেকে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এ জন্য আমি শ্বশুরবাড়ি থেকে তাদের দেখতে আসি। এসে দেখি সবাই অসুস্থ। আমার ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর বুধবার রাতে সবাই খাওয়াদাওয়া সেরে রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। শেষরাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো। আলমারি খোলা ও তালা ভাঙা। ভেতরে কিছুই নেই। চোরেরা সবকিছু নিয়ে গেছে। সেখানে আমাদের তিন বোন ও মায়ের রাখা গয়নাসহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিল।’
এলাকাবাসী বলেন, ‘রাত ৪টার দিকে বাড়ির সবার ডাক–চিৎকারে আমরা এগিয়ে আসি। এসে দেখি ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। শুনলাম সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা।’
এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাঠে একাধিক টিম কাজ করছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৬ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩০ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে