সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর একটি চা-বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে।
এ দিকে মরদেহ ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি হাত বন্য প্রাণী খুবলে খেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা-বাগানের কাটাটিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম সিতেশ চন্দ গোপ (৪০)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।
মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন, ‘নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ লাশের পরিচয় শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।’
স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা চা-বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিমানবন্দর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, কয়েক দিন আগে সিতেশ চন্দ তাঁর স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তাঁর স্ত্রীকে ভর্তি করান। এরপর গত রোববার থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মঙ্গলবার তাঁর একটি সন্তান জন্মগ্রহণ করে।

সিলেট নগরীর একটি চা-বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে।
এ দিকে মরদেহ ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি হাত বন্য প্রাণী খুবলে খেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা-বাগানের কাটাটিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম সিতেশ চন্দ গোপ (৪০)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।
মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন, ‘নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ লাশের পরিচয় শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।’
স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা চা-বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিমানবন্দর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, কয়েক দিন আগে সিতেশ চন্দ তাঁর স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তাঁর স্ত্রীকে ভর্তি করান। এরপর গত রোববার থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মঙ্গলবার তাঁর একটি সন্তান জন্মগ্রহণ করে।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে