সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর একটি চা-বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে।
এ দিকে মরদেহ ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি হাত বন্য প্রাণী খুবলে খেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা-বাগানের কাটাটিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম সিতেশ চন্দ গোপ (৪০)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।
মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন, ‘নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ লাশের পরিচয় শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।’
স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা চা-বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিমানবন্দর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, কয়েক দিন আগে সিতেশ চন্দ তাঁর স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তাঁর স্ত্রীকে ভর্তি করান। এরপর গত রোববার থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মঙ্গলবার তাঁর একটি সন্তান জন্মগ্রহণ করে।

সিলেট নগরীর একটি চা-বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে।
এ দিকে মরদেহ ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি হাত বন্য প্রাণী খুবলে খেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা-বাগানের কাটাটিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম সিতেশ চন্দ গোপ (৪০)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।
মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন, ‘নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ লাশের পরিচয় শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।’
স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা চা-বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিমানবন্দর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, কয়েক দিন আগে সিতেশ চন্দ তাঁর স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তাঁর স্ত্রীকে ভর্তি করান। এরপর গত রোববার থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মঙ্গলবার তাঁর একটি সন্তান জন্মগ্রহণ করে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে