সিলেট প্রতিনিধি

সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পথ আম্বরখানা-চৌহাট্টা সড়ক। এই সড়ক দিয়েই যেতে হয় নগরের গুরুত্বপূর্ণ বন্দর বাজার, জিন্দাবাজার। ঢাকা বা অন্য জেলায়ও যেতে ব্যবহার হয় এই সড়ক। সড়কটিতে পড়ে হযরত শাহজালাল (র.)-এর মাজার। যেখানে সারা দেশ থেকে প্রতিনিয়ত মানুষ আসে। পবিত্র রমজান মাসে সেটা আরও বাড়ে। অথচ রমজানের আগের দিন থেকেই বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়ক। এতে তীব্র যানজটে পড়ছেন নগরের বাসিন্দারা। ১৫ রমজানের পর ঈদের কেনাকাটার ভিড় বাড়লে যানজট আরও অসহনীয় হতে পারে।
একইভাবে সিলেট নগরের এমন পাঁচটি রাস্তা বন্ধ রেখেই চলছে স্যুয়ারেজ লাইন সংস্কার ও উন্নয়নকাজ। বিকল্প পথও ব্যবহার করা যাচ্ছে না। একদিকে তীব্র যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যাচ্ছে।
আম্বরখানা-চৌহাট্টা সড়কটি বন্ধ রেখে আম্বরখানা পয়েন্টে রাস্তা খুঁড়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে আর দরগাহ গেট পয়েন্টে গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এত দিন এই সড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশে কাজ চললেও বর্তমানে দুই পাশ বন্ধ রেখেই কাজ চলছে। এই কাজ শেষ হতে যথাক্রমে দেড় মাস ও ছয় মাস লাগবে বলে জানিয়েছেন সেখানে কাজ করা শ্রমিকেরা।
নগরের চৌহাট্টা-রিকাবীবাজার সড়ক দিয়ে যেতে হয় জেলা স্টেডিয়াম ও সিলেটের বিভাগীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যস্ততম এই সড়কেরও একপাশে যান চলাচল বন্ধ রেখে চলছে পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে কালভার্ট নির্মাণের কাজ।
এ ছাড়া নগরের নাইওরপুল-সুবহানীঘাট সড়ক বন্ধ রয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। যার কারণে সোবহানীঘাট পয়েন্টে যানজট লেগেই থাকে। আর নগরের মেন্দিবাগ পয়েন্টেও উন্নয়নমূলক কাজের জন্য রাস্তায় যানজট লেগে আছে। এতে করে সুরমা নদীর উভয় পাড়ের বাসিন্দাদের পড়তে হচ্ছে সমস্যায়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘আগাম বৃষ্টি ও জাতীয় নির্বাচনের জন্য আগেভাগে কাজ শুরু করা যায়নি।’

সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পথ আম্বরখানা-চৌহাট্টা সড়ক। এই সড়ক দিয়েই যেতে হয় নগরের গুরুত্বপূর্ণ বন্দর বাজার, জিন্দাবাজার। ঢাকা বা অন্য জেলায়ও যেতে ব্যবহার হয় এই সড়ক। সড়কটিতে পড়ে হযরত শাহজালাল (র.)-এর মাজার। যেখানে সারা দেশ থেকে প্রতিনিয়ত মানুষ আসে। পবিত্র রমজান মাসে সেটা আরও বাড়ে। অথচ রমজানের আগের দিন থেকেই বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়ক। এতে তীব্র যানজটে পড়ছেন নগরের বাসিন্দারা। ১৫ রমজানের পর ঈদের কেনাকাটার ভিড় বাড়লে যানজট আরও অসহনীয় হতে পারে।
একইভাবে সিলেট নগরের এমন পাঁচটি রাস্তা বন্ধ রেখেই চলছে স্যুয়ারেজ লাইন সংস্কার ও উন্নয়নকাজ। বিকল্প পথও ব্যবহার করা যাচ্ছে না। একদিকে তীব্র যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যাচ্ছে।
আম্বরখানা-চৌহাট্টা সড়কটি বন্ধ রেখে আম্বরখানা পয়েন্টে রাস্তা খুঁড়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে আর দরগাহ গেট পয়েন্টে গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এত দিন এই সড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশে কাজ চললেও বর্তমানে দুই পাশ বন্ধ রেখেই কাজ চলছে। এই কাজ শেষ হতে যথাক্রমে দেড় মাস ও ছয় মাস লাগবে বলে জানিয়েছেন সেখানে কাজ করা শ্রমিকেরা।
নগরের চৌহাট্টা-রিকাবীবাজার সড়ক দিয়ে যেতে হয় জেলা স্টেডিয়াম ও সিলেটের বিভাগীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যস্ততম এই সড়কেরও একপাশে যান চলাচল বন্ধ রেখে চলছে পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে কালভার্ট নির্মাণের কাজ।
এ ছাড়া নগরের নাইওরপুল-সুবহানীঘাট সড়ক বন্ধ রয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। যার কারণে সোবহানীঘাট পয়েন্টে যানজট লেগেই থাকে। আর নগরের মেন্দিবাগ পয়েন্টেও উন্নয়নমূলক কাজের জন্য রাস্তায় যানজট লেগে আছে। এতে করে সুরমা নদীর উভয় পাড়ের বাসিন্দাদের পড়তে হচ্ছে সমস্যায়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘আগাম বৃষ্টি ও জাতীয় নির্বাচনের জন্য আগেভাগে কাজ শুরু করা যায়নি।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে