সিলেট প্রতিনিধি

সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ও গতকাল বুধবার জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ও গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুঁড়া, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি নিম্নমানের তাল মিছরি, একটি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০টি ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ি, ৯ টি কম্বল এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ২৯ হাজার টাকা।
এ ছাড়া গত ১-৩ ডিসেম্বর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ছয় হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ৯ টি মহিষ, ৫০৬টি কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, একটি পালসার মোটরসাইকেল এবং একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। এসব মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ও গতকাল বুধবার জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ও গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুঁড়া, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি নিম্নমানের তাল মিছরি, একটি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০টি ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ি, ৯ টি কম্বল এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ২৯ হাজার টাকা।
এ ছাড়া গত ১-৩ ডিসেম্বর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ছয় হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ৯ টি মহিষ, ৫০৬টি কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, একটি পালসার মোটরসাইকেল এবং একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। এসব মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবর।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে।
৪৩ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
২ ঘণ্টা আগে