প্রতিনিধি, সিলেট সদর (সিলেট)

সিলেট বিভাগের চার জেলায় আগের রেকর্ড ভেঙে এক দিনে সর্বোচ্চ ৪৪২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। একই সময়ে মারা গেছেন ছয়জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. সুলতানা রাজিয়া জানান, মৌলভীবাজারে ৬৭ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৮৬ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ২৪ জন ভর্তি রয়েছেন।
বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪৭। এর মধ্যে সিলেটে ১৮ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২২৯ জন, হবিগঞ্জে ৩ হাজার ৪৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৪৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় ছয়জনসহ মৃত্যু নিয়ে সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৫১১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে সিলেট জেলার পাঁচজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন।
করোনায় মোট মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪১৫ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৯ জন।

সিলেট বিভাগের চার জেলায় আগের রেকর্ড ভেঙে এক দিনে সর্বোচ্চ ৪৪২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। একই সময়ে মারা গেছেন ছয়জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. সুলতানা রাজিয়া জানান, মৌলভীবাজারে ৬৭ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৮৬ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ২৪ জন ভর্তি রয়েছেন।
বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪৭। এর মধ্যে সিলেটে ১৮ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২২৯ জন, হবিগঞ্জে ৩ হাজার ৪৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৪৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় ছয়জনসহ মৃত্যু নিয়ে সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৫১১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে সিলেট জেলার পাঁচজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন।
করোনায় মোট মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪১৫ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৯ জন।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৫ ঘণ্টা আগে