
মৌলভীবাজারের কমলগঞ্জে আবারও লাউয়াছড়া বনের কাছে প্রায় ছয় একর টিলা ভূমির গুল্মসহ গাছগাছালি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টানা ৪ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বুধবার বেলা ২টায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একই জায়গায় আগুন লেগে প্রায় ৪ একর জায়গা পুড়ে যায়।
বন বিভাগের দাবি, পুড়ে যাওয়া বন তাদের নিয়ন্ত্রণে নয়, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হীড নামক এনজিও সংস্থার নিয়ন্ত্রণে। আগুনে প্রায় ছয় একর জায়গার মূল্যবান গাছগাছালি পুড়ে গেছে।
স্থানীয় ও হিড সূত্রে জানা গেছে, আজ (বুধবার) বেলা ২টায় হিডের পশ্চিম দিকে লাউয়াছড়া বন সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বনের টিলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ারম্যানরা পাহাড়ি টিলায় আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় চার ঘন্টা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনের জায়গা দখল করার জন্য এক শ্রেণির মানুষ বারবার আগুন লাগিয়ে দিচ্ছে। এতে বনের লতা পাতা ও গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, হিড বাংলাদেশের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনে বিভিন্ন ছোট–বড় লতা পাতা পুড়ে গেছে। বিভিন্ন প্রজাতির গাছগাছালির গোড়া পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। বন্যপ্রানীসহ পশুপাখিরা টিলাগুলোতে বিচরণ করত। ধারণা করা হচ্ছে, অরক্ষিত এলাকায় দুষ্কৃতকারীরা ভূমি দখল করার জন্য আগুন লাগিয়ে থাকতে পারে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়া সংলগ্ন হীডের বনের জায়গায় আগুন লাগলে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যাপক এলাকার গাছগাছালি পুড়ে গেছে।’
হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন টিলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দল এসে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৬ একর বন পুড়ে গেছে। বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত জায়গাটির মালিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি এই জায়গায় আগুন লাগানো হয়েছিল।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিনিধি দল পুড়ে যাওয়া জায়গা দেখে এসেছেন। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

মৌলভীবাজারের কমলগঞ্জে আবারও লাউয়াছড়া বনের কাছে প্রায় ছয় একর টিলা ভূমির গুল্মসহ গাছগাছালি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টানা ৪ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বুধবার বেলা ২টায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একই জায়গায় আগুন লেগে প্রায় ৪ একর জায়গা পুড়ে যায়।
বন বিভাগের দাবি, পুড়ে যাওয়া বন তাদের নিয়ন্ত্রণে নয়, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হীড নামক এনজিও সংস্থার নিয়ন্ত্রণে। আগুনে প্রায় ছয় একর জায়গার মূল্যবান গাছগাছালি পুড়ে গেছে।
স্থানীয় ও হিড সূত্রে জানা গেছে, আজ (বুধবার) বেলা ২টায় হিডের পশ্চিম দিকে লাউয়াছড়া বন সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বনের টিলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ারম্যানরা পাহাড়ি টিলায় আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় চার ঘন্টা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনের জায়গা দখল করার জন্য এক শ্রেণির মানুষ বারবার আগুন লাগিয়ে দিচ্ছে। এতে বনের লতা পাতা ও গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, হিড বাংলাদেশের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনে বিভিন্ন ছোট–বড় লতা পাতা পুড়ে গেছে। বিভিন্ন প্রজাতির গাছগাছালির গোড়া পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। বন্যপ্রানীসহ পশুপাখিরা টিলাগুলোতে বিচরণ করত। ধারণা করা হচ্ছে, অরক্ষিত এলাকায় দুষ্কৃতকারীরা ভূমি দখল করার জন্য আগুন লাগিয়ে থাকতে পারে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়া সংলগ্ন হীডের বনের জায়গায় আগুন লাগলে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যাপক এলাকার গাছগাছালি পুড়ে গেছে।’
হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন টিলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দল এসে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৬ একর বন পুড়ে গেছে। বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত জায়গাটির মালিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি এই জায়গায় আগুন লাগানো হয়েছিল।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিনিধি দল পুড়ে যাওয়া জায়গা দেখে এসেছেন। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে