বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে। অভিযোগ উঠেছে তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামে।
ঝুলন্ত অবস্থা থেকে তারেক আহমদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তারেক দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামের ছালিক উদ্দিনের ছেলে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে নিহত তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ হয়তো তারেককে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
থানা-পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে তারেক আহমদ পরিবারের সঙ্গে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনেরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে নেট কাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
তারেকের স্বজন ও স্থানীয় লোকজন জানান, তারেক মসজিদে ফজরের নামাজ পড়ে স্বজনদের কবর জিয়ারতও করেছেন। পরে তিনি আর বাড়ি ফেরেনি। তাঁদের দাবি, কেউ আত্মহত্যা করলে তার লাশ মাটি থেকে কিছুটা ওপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তারেকের পা মাটিতে ছিল। এ থেকে মনে হচ্ছে কেউ হয়তো তাঁকে হত্যার পর লাশ নেট কাপড় দিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
এ বিষয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, ‘তারেক আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরের আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে। অভিযোগ উঠেছে তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামে।
ঝুলন্ত অবস্থা থেকে তারেক আহমদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তারেক দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামের ছালিক উদ্দিনের ছেলে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে নিহত তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ হয়তো তারেককে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
থানা-পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে তারেক আহমদ পরিবারের সঙ্গে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনেরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে নেট কাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
তারেকের স্বজন ও স্থানীয় লোকজন জানান, তারেক মসজিদে ফজরের নামাজ পড়ে স্বজনদের কবর জিয়ারতও করেছেন। পরে তিনি আর বাড়ি ফেরেনি। তাঁদের দাবি, কেউ আত্মহত্যা করলে তার লাশ মাটি থেকে কিছুটা ওপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তারেকের পা মাটিতে ছিল। এ থেকে মনে হচ্ছে কেউ হয়তো তাঁকে হত্যার পর লাশ নেট কাপড় দিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
এ বিষয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, ‘তারেক আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরের আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে