সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
২ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
২ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে