তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ১১ জনের, কিন্তু বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে একজন ডেপুটেশনে থাকায় এবং অন্য একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় এখন তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে।
এলাকার সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিদ্যালয় বন্ধ ছিল। গত মাস থেকে স্কুলের ক্লাস শুরু হলে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। হাওরাঞ্চলের গ্রামগুলো থেকে কষ্ট করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ৭৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে ১১ জনের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এই বিদ্যালয়ে শিক্ষক আছেন পাঁচজন। এর মধ্যে শিক্ষক মো. নুরুল ইসলাম ডেপুটেশনে আছেন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসায়। অন্য চার শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে পাঠদান করান তিনজন।
এ বিষয়ে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মনির হোসেন বলে, 'করোনাকালীন বন্ধের পর নতুন করে বিদ্যালয় খুললেও শিক্ষকের অভাবে আমাদের কোনো ক্লাস হচ্ছে না। এতে করে আমাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।'
অভিভাবক নির্মল সরকার বলেন, 'দীর্ঘদিন ধরে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। নতুন শিক্ষক না আসায় এই বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না।'
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, 'কয়েক বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকের সংকট চলছে। প্রতিদিন সব ক্লাসের পাঠদান দিতে গেলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।'
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, 'তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। বিদ্যালয়ে নতুন শিক্ষক যোগদান করানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'

হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ১১ জনের, কিন্তু বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে একজন ডেপুটেশনে থাকায় এবং অন্য একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় এখন তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে।
এলাকার সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিদ্যালয় বন্ধ ছিল। গত মাস থেকে স্কুলের ক্লাস শুরু হলে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। হাওরাঞ্চলের গ্রামগুলো থেকে কষ্ট করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ৭৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে ১১ জনের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এই বিদ্যালয়ে শিক্ষক আছেন পাঁচজন। এর মধ্যে শিক্ষক মো. নুরুল ইসলাম ডেপুটেশনে আছেন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসায়। অন্য চার শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে পাঠদান করান তিনজন।
এ বিষয়ে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মনির হোসেন বলে, 'করোনাকালীন বন্ধের পর নতুন করে বিদ্যালয় খুললেও শিক্ষকের অভাবে আমাদের কোনো ক্লাস হচ্ছে না। এতে করে আমাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।'
অভিভাবক নির্মল সরকার বলেন, 'দীর্ঘদিন ধরে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। নতুন শিক্ষক না আসায় এই বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না।'
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, 'কয়েক বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকের সংকট চলছে। প্রতিদিন সব ক্লাসের পাঠদান দিতে গেলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।'
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, 'তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। বিদ্যালয়ে নতুন শিক্ষক যোগদান করানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে