
মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স বা বসন্ত) রোগ। গত দুই সপ্তাহ ধরে উপজেলায় এ ভাইরাসে শতাধিক গরু আক্রান্ত হয়েছে। এমনকি ছাগলও আক্রান্ত হচ্ছে। এদিকে এই রোগের টিকা ও সঠিক চিকিৎসা না পেয়ে খামারি ও পশুর মালিকেরা পড়েছেন বিপাকে।
ভাইরাসে আক্রান্ত গরুর মালিকেরা জানান, গত দুই সপ্তাহ ধরে গরুর ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ ভাইরাসে পশুগুলো অনেক দুর্বল হয়ে যায়, মুখ দিয়ে লালা বের হয়, বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষত সৃষ্টি হয় ও সারা শরীরে গুঁটি বের হয়। আক্রান্তের হার বেশি হওয়ায় খামারি ও পশুর মালিকেরা আতঙ্কে আছেন। কয়েকটি গরু মারাও গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। একটি গরু আক্রান্ত হওয়ার তিন থেকে ৪ সপ্তাহ লাগে সুস্থ হতে। আক্রান্ত পশু অনেক দুর্বল হয়ে পড়ে। সঠিক চিকিৎসার অভাবে ভাইরাসটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।
উপজেলার পৌর এলাকা, পতনঊষার, রহিমপুর, শমশেরনগর, মুন্সিবাজার ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বেশির ভাগ খামারি ও কৃষকের গরু আক্রান্ত হয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, গত ২০ দিনে এই উপজেলায় ১২০ টির মতো গরু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় ৭০টি গরু সুস্থ হয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পর্যাপ্ত টিকা না থাকায় প্রতি বছর এ সময়ে এই ভাইরাসটি বৃদ্ধি পায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আক্রান্ত পশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পতনঊষার ইউনিয়নের গরুর মালিক আকলুছ মিয়া, হুসাইন আহমদ বলেন, হঠাৎ করে আমাদের গরু দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে সারা শরীরে গুঁটি বের হয়। খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। একটা সময় মনে হয়েছে গরুগুলো মারা যাবে। এখন ওষুধ ব্যবহার করছি। আমরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছি। সঠিক চিকিৎসা পেলে গরুগুলো সুস্থ হয়ে উঠত।
কমলগঞ্জ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রানা লাল রায় বলেন, ‘বর্ষা মৌসুম আসলে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ এই ভাইরাস ছড়িয়ে পড়ে মশা, মাছি ও পোকা থেকে। টিকার সংকট থাকায় আক্রান্ত পশুর সংখ্যা বাড়ছে। আমরাও চিকিৎসা দিচ্ছি গ্রামে গঞ্জে গিয়ে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স বা বসন্ত) রোগ। গত দুই সপ্তাহ ধরে উপজেলায় এ ভাইরাসে শতাধিক গরু আক্রান্ত হয়েছে। এমনকি ছাগলও আক্রান্ত হচ্ছে। এদিকে এই রোগের টিকা ও সঠিক চিকিৎসা না পেয়ে খামারি ও পশুর মালিকেরা পড়েছেন বিপাকে।
ভাইরাসে আক্রান্ত গরুর মালিকেরা জানান, গত দুই সপ্তাহ ধরে গরুর ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ ভাইরাসে পশুগুলো অনেক দুর্বল হয়ে যায়, মুখ দিয়ে লালা বের হয়, বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষত সৃষ্টি হয় ও সারা শরীরে গুঁটি বের হয়। আক্রান্তের হার বেশি হওয়ায় খামারি ও পশুর মালিকেরা আতঙ্কে আছেন। কয়েকটি গরু মারাও গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। একটি গরু আক্রান্ত হওয়ার তিন থেকে ৪ সপ্তাহ লাগে সুস্থ হতে। আক্রান্ত পশু অনেক দুর্বল হয়ে পড়ে। সঠিক চিকিৎসার অভাবে ভাইরাসটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।
উপজেলার পৌর এলাকা, পতনঊষার, রহিমপুর, শমশেরনগর, মুন্সিবাজার ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বেশির ভাগ খামারি ও কৃষকের গরু আক্রান্ত হয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, গত ২০ দিনে এই উপজেলায় ১২০ টির মতো গরু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় ৭০টি গরু সুস্থ হয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পর্যাপ্ত টিকা না থাকায় প্রতি বছর এ সময়ে এই ভাইরাসটি বৃদ্ধি পায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আক্রান্ত পশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পতনঊষার ইউনিয়নের গরুর মালিক আকলুছ মিয়া, হুসাইন আহমদ বলেন, হঠাৎ করে আমাদের গরু দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে সারা শরীরে গুঁটি বের হয়। খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। একটা সময় মনে হয়েছে গরুগুলো মারা যাবে। এখন ওষুধ ব্যবহার করছি। আমরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছি। সঠিক চিকিৎসা পেলে গরুগুলো সুস্থ হয়ে উঠত।
কমলগঞ্জ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রানা লাল রায় বলেন, ‘বর্ষা মৌসুম আসলে গবাদিপশুর ল্যাম্পি স্কিন ডিজিজ এই ভাইরাস ছড়িয়ে পড়ে মশা, মাছি ও পোকা থেকে। টিকার সংকট থাকায় আক্রান্ত পশুর সংখ্যা বাড়ছে। আমরাও চিকিৎসা দিচ্ছি গ্রামে গঞ্জে গিয়ে।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে