ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। কিন্তু ইভিএমে ভোট দিতে এসে আঙুলের ছাপ না মিলায় বয়োবৃদ্ধদের খানিকটা বেগ পোহাতে হচ্ছে। কয়েকবারের চেষ্টায় ভোট দিতে হচ্ছে তাঁদের। ফিঙ্গার না মিলায় কেউ কেউ আবার ভোট দিতেও পারছেন না।
এমনই একজন হলেন হানিফ উল্লাহ (১১০)। ছেলে ও নাতির কাঁধে চড়ে এসেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে। ৬ নম্বর করকরহাটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে না দিয়েই হতাশ হয়ে ফিরে গেছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, করকরহাটি ভোটকেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তারা ইভিএম মেশিনে মিনিট দশেক সময় চেষ্টা করেও বৃদ্ধ হানিফ উল্লাহর ফিঙ্গার মিলাতে ব্যর্থ হন। ফলে ভোট দিতে পারেননি তিনি।
ভোট দিতে না পেরে হতাশ হানিফ উল্লাহ বলেন, অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছিলাম। আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে পারিনি। পরে আবার বিকেল ৩টায় আসার জন্য বলেন।
বৃদ্ধের নাতি শাহ আলম বলেন, বার্ধক্যের কারণে হাঁটাচলা করতে পারেন না আমার দাদা। তাই আমরা ভোট দেওয়ানোর জন্য কোলে করে নিয়ে এসেছিলাম। কিন্তু ভোট দেওয়াতে না পারায় কষ্ট নিয়েই ফিরতে হচ্ছে আমাদের।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জগদীশ দাস তালুকদার বলেন, যাদের আঙুলের ছাপ মেলাতে সমস্যা হচ্ছে তাঁদের আমরা বিকেলে আসার জন্য বলেছি। পরবর্তীতে আবার চেষ্টা করে দেখা হবে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে