নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘যদি দুর্নীতি ও অর্থ বিদেশে পাচার না হতো তাহলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারতাম। বিদেশে অর্থ পাচার হওয়ার কারণে আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।’
মিজানুর আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করি, যারা অর্থপাচার করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাঁদের যেন কোনো ছাড় দেওয়া না হয়। তাঁদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’
আজ রোববার সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এমপাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (এলকপ) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর এসব কথা বলেন।
নির্বাচনের আগে-পরে সহিংসতা যেন বাংলাদেশের রাজনৈতিক একটা সংস্কৃতি হয়ে গেছে উল্লেখ করে মিজানুর বলেন, ‘এটা সংস্কৃতি নয় অপসংস্কৃতি। এখান থেকে আমাদের মুক্তি পেতেই হবে। সুতরাং যেসব বিদেশি বন্ধু আমাদের গণতন্ত্রের জন্য এত উপদেশ দেন, তাঁদের প্রতি অনুরোধ, আপনারা রাজনৈতিক দলগুলোকে একটি বার্তা দেবেন সেটি হলো একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সহিংসতা কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না।’
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো বঞ্চিত মানুষের জন্য কী কী পরিকল্পনা করছে সেটা যেন প্রকাশ হয়। চা-শ্রমিকদের বকেয়া পরিশোধসহ সব তৃণমূল জনগোষ্ঠীর দাবি আমরা শুধুমাত্র মন্ত্রণালয়ে নয় প্রধানমন্ত্রীর দপ্তরে জানাব।’
সেমিনারে বক্তব্য দেন এলকপের প্রিন্সিপাল রিসার্চ কনসালট্যান্ট মোহাম্মদ হুমায়ুন কবীর। এতে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এলকপের চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। এ ছাড়া মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান সিলেট বিভাগের চার জেলা থেকে আগত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এতে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরিকুল ইসলাম, পেশ ইমাম কারি মাওলানা মো. আব্দুল করিম, ফাদার যোসেফ গমেজ, ডক্টর বাব্লি সিনহা, অ্যাডভোকেট বাপ্পা গোস্বামী, বাপা সিলেটের সভাপতি জামিলুর রেজা চৌধুরী প্রমুখ।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘যদি দুর্নীতি ও অর্থ বিদেশে পাচার না হতো তাহলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারতাম। বিদেশে অর্থ পাচার হওয়ার কারণে আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।’
মিজানুর আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করি, যারা অর্থপাচার করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাঁদের যেন কোনো ছাড় দেওয়া না হয়। তাঁদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’
আজ রোববার সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এমপাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (এলকপ) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর এসব কথা বলেন।
নির্বাচনের আগে-পরে সহিংসতা যেন বাংলাদেশের রাজনৈতিক একটা সংস্কৃতি হয়ে গেছে উল্লেখ করে মিজানুর বলেন, ‘এটা সংস্কৃতি নয় অপসংস্কৃতি। এখান থেকে আমাদের মুক্তি পেতেই হবে। সুতরাং যেসব বিদেশি বন্ধু আমাদের গণতন্ত্রের জন্য এত উপদেশ দেন, তাঁদের প্রতি অনুরোধ, আপনারা রাজনৈতিক দলগুলোকে একটি বার্তা দেবেন সেটি হলো একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সহিংসতা কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না।’
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো বঞ্চিত মানুষের জন্য কী কী পরিকল্পনা করছে সেটা যেন প্রকাশ হয়। চা-শ্রমিকদের বকেয়া পরিশোধসহ সব তৃণমূল জনগোষ্ঠীর দাবি আমরা শুধুমাত্র মন্ত্রণালয়ে নয় প্রধানমন্ত্রীর দপ্তরে জানাব।’
সেমিনারে বক্তব্য দেন এলকপের প্রিন্সিপাল রিসার্চ কনসালট্যান্ট মোহাম্মদ হুমায়ুন কবীর। এতে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এলকপের চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। এ ছাড়া মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান সিলেট বিভাগের চার জেলা থেকে আগত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এতে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরিকুল ইসলাম, পেশ ইমাম কারি মাওলানা মো. আব্দুল করিম, ফাদার যোসেফ গমেজ, ডক্টর বাব্লি সিনহা, অ্যাডভোকেট বাপ্পা গোস্বামী, বাপা সিলেটের সভাপতি জামিলুর রেজা চৌধুরী প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে