সিলেট প্রতিনিধি

সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর মোহাম্মদ আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ মিয়া (২০), নূরনবী ওরফে নুনু (১৯), সাকিব আহমদ (১৯), ও রাহিম আহমদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে নিশাকে পথরোধ করে হত্যা করা হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।
গতকাল শনিবার তাঁদের চারজনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পেছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর মোহাম্মদ আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ মিয়া (২০), নূরনবী ওরফে নুনু (১৯), সাকিব আহমদ (১৯), ও রাহিম আহমদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে নিশাকে পথরোধ করে হত্যা করা হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।
গতকাল শনিবার তাঁদের চারজনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পেছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে