সিলেট প্রতিনিধি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ ১২ বছর পর শেষ হয়েছে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০১৩ সালে অডিটরিয়াম ভবন নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিগত প্রশাসনের অব্যবস্থাপনার ফলে অডিটরিয়ামের নির্মাণকাজ বিলম্ব হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে আজ শনিবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই অডিটরিয়াম।
একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আলিমুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শেষ হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক অডিটরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের যেকোনো প্রতিষ্ঠানের বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এতে সবার সময় ও অর্থের সাশ্রয় হবে।
সিকৃবির উপাচার্য মো. আলিমুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বাধুনিক অডিটরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য দাবি পূরণ করা সম্ভব হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে তেমন বেগ পোহাতে হবে না।
প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১০০ আসনবিশিষ্ট নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণ শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ ১২ বছর পর শেষ হয়েছে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০১৩ সালে অডিটরিয়াম ভবন নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিগত প্রশাসনের অব্যবস্থাপনার ফলে অডিটরিয়ামের নির্মাণকাজ বিলম্ব হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে আজ শনিবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই অডিটরিয়াম।
একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আলিমুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শেষ হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক অডিটরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের যেকোনো প্রতিষ্ঠানের বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এতে সবার সময় ও অর্থের সাশ্রয় হবে।
সিকৃবির উপাচার্য মো. আলিমুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বাধুনিক অডিটরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য দাবি পূরণ করা সম্ভব হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে তেমন বেগ পোহাতে হবে না।
প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১০০ আসনবিশিষ্ট নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণ শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
৪ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
১৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
২১ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৪ মিনিট আগে