গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।
গোয়াইনঘাটের সদর ইউনিয়ন, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে ইভিএমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় পূর্ব জাফলং ইউনিয়নের আমির মিয়া স্কুল গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। বেশ উৎসাহ-উদ্দীপনায় ভোট দেন। ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে ছিল। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে একাধিক ভোটারদের অভিযোগ, দীর্ঘ সময় তাঁদের সরি বদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হয়।
ভোটার রিনা বেগম বলেন, ‘সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। পরে ১০টায় ভোট দিই। তবে ভোটের পরিবেশ ভালো ছিল।’
ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হয় ভোটার সালাহ উদ্দিনের (২৭) সঙ্গে। তিনি বলেন, ‘মেশিনের মাধ্যমে এই প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। ভালোই লাগছে। তবে লাইনে অনেক সময় দাঁড়িয়ে ছিলাম। প্রথমে বিরক্তি লাগলেও ভোট দিতে পেরে ভালোই লাগছে।’
মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নাজমুল হোসেন (৪৭) বলেন, ‘ভোটের পরিবেশ শান্ত। ইভিএমের মাধ্যমে ভোট দিতে সময়ও তেমন বেশি লাগেনি।’
জাফলং আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জামাল খাঁন বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ৩৫৫ জন ভোটার রয়েছেন। এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন।
এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গোয়াইনঘাটের চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।
গোয়াইনঘাটের সদর ইউনিয়ন, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে ইভিএমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় পূর্ব জাফলং ইউনিয়নের আমির মিয়া স্কুল গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। বেশ উৎসাহ-উদ্দীপনায় ভোট দেন। ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে ছিল। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে একাধিক ভোটারদের অভিযোগ, দীর্ঘ সময় তাঁদের সরি বদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হয়।
ভোটার রিনা বেগম বলেন, ‘সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। পরে ১০টায় ভোট দিই। তবে ভোটের পরিবেশ ভালো ছিল।’
ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হয় ভোটার সালাহ উদ্দিনের (২৭) সঙ্গে। তিনি বলেন, ‘মেশিনের মাধ্যমে এই প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। ভালোই লাগছে। তবে লাইনে অনেক সময় দাঁড়িয়ে ছিলাম। প্রথমে বিরক্তি লাগলেও ভোট দিতে পেরে ভালোই লাগছে।’
মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নাজমুল হোসেন (৪৭) বলেন, ‘ভোটের পরিবেশ শান্ত। ইভিএমের মাধ্যমে ভোট দিতে সময়ও তেমন বেশি লাগেনি।’
জাফলং আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জামাল খাঁন বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ৩৫৫ জন ভোটার রয়েছেন। এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন।
এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গোয়াইনঘাটের চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
৩২ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে