সিলেট প্রতিনিধি

বকেয়া বেতন ও মজুরির দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে সিলেটের তারাপুর চা-বাগানের শ্রমিকেরা। পাশাপাশি শ্রমিকেরা বাগানের জায়গায় দোকান নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আন্দোলনরত চা শ্রমিক সঞ্জীব রায় বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত বকেয়া বেতনের টাকাগুলো আমরা এখনো পুরো পাইনি। এ ছাড়া গত দুই সপ্তাহের রানিং বেতনও আটকা পড়েছে। আমরা বেতন প্রদানের দাবি জানালে বাগানের মালিকপক্ষ, বিশেষ করে ম্যানেজার আমাদের হুমকি-ধমকি দেন।’
এ ছাড়া রাগীব আলী মেডিকেলের পাশে তারাপুর চা বাগানের কিছু জায়গা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। এই জায়গায় তিনটি দোকান নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণাধীন দোকান উচ্ছেদের দাবি জানান তাঁরা।
চা শ্রমিক সঞ্জীব রায় আরও বলেন, ‘দুপুরের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি না। সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত কমিটির বৈঠক রয়েছে। বৈঠক থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে।’
চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা আজকের পত্রিকাকে জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকেরা পাননি। ফলে তাঁরা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকেরা ক্ষুব্ধ।
জানতে চাইলে তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী বলেন, ‘শ্রমিকেরা বাগান বন্ধ রেখেছেন। সে জন্য তাঁদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে অবরোধ তুলে দেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যার পর তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।’

বকেয়া বেতন ও মজুরির দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে সিলেটের তারাপুর চা-বাগানের শ্রমিকেরা। পাশাপাশি শ্রমিকেরা বাগানের জায়গায় দোকান নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আন্দোলনরত চা শ্রমিক সঞ্জীব রায় বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত বকেয়া বেতনের টাকাগুলো আমরা এখনো পুরো পাইনি। এ ছাড়া গত দুই সপ্তাহের রানিং বেতনও আটকা পড়েছে। আমরা বেতন প্রদানের দাবি জানালে বাগানের মালিকপক্ষ, বিশেষ করে ম্যানেজার আমাদের হুমকি-ধমকি দেন।’
এ ছাড়া রাগীব আলী মেডিকেলের পাশে তারাপুর চা বাগানের কিছু জায়গা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। এই জায়গায় তিনটি দোকান নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণাধীন দোকান উচ্ছেদের দাবি জানান তাঁরা।
চা শ্রমিক সঞ্জীব রায় আরও বলেন, ‘দুপুরের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি না। সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত কমিটির বৈঠক রয়েছে। বৈঠক থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে।’
চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা আজকের পত্রিকাকে জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকেরা পাননি। ফলে তাঁরা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকেরা ক্ষুব্ধ।
জানতে চাইলে তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী বলেন, ‘শ্রমিকেরা বাগান বন্ধ রেখেছেন। সে জন্য তাঁদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে অবরোধ তুলে দেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যার পর তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে