সিলেট প্রতিনিধি

সিলেটে এবার প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবৈধ ভারতীয় চিনিভর্তি ৬টি ট্রাক আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয়টি ট্রাকের মধ্যে আনুমানিক ১ লাখ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় ওই ট্রাকগুলোতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ট্রাকগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পাবনার সুজানগরের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), রাজশাহীর চারঘাটের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর সদরের মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদরের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২) ও মো. সিরাজ সিরাইর ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।
এদিকে, একই সময় শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেটে পুলিশের চেকপোস্ট দেখে একটি গাড়ি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর দিকে চালিয়ে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে আটকায়। হলুদ রঙের ওই ট্রাকের ভেতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।
তখন ওই ট্রাকচালক পাবনা সদরের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সহকারী ওই এলাকার জাহান শেখের ছেলে শাকিল শেখকে (২০) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের পলাতক সালমান (৩০) বলে জানায়।
অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দরবাজারের কালিঘাটের কালিমন্দিরের পার্শ্ববর্তী গলিতে থাকা একটি পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করে কোতোয়ালী থানা পুলিশ। যেগুলোর বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি ছিল। এই পিকআপটি নীল ও সাদা রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি রেখে গাড়িটির চালক এবং অপর একজন আসামি দৌড়ে পালিয়ে যায়।

সিলেটে এবার প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবৈধ ভারতীয় চিনিভর্তি ৬টি ট্রাক আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয়টি ট্রাকের মধ্যে আনুমানিক ১ লাখ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় ওই ট্রাকগুলোতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ট্রাকগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পাবনার সুজানগরের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), রাজশাহীর চারঘাটের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর সদরের মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদরের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২) ও মো. সিরাজ সিরাইর ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।
এদিকে, একই সময় শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেটে পুলিশের চেকপোস্ট দেখে একটি গাড়ি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর দিকে চালিয়ে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে আটকায়। হলুদ রঙের ওই ট্রাকের ভেতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।
তখন ওই ট্রাকচালক পাবনা সদরের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সহকারী ওই এলাকার জাহান শেখের ছেলে শাকিল শেখকে (২০) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের পলাতক সালমান (৩০) বলে জানায়।
অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দরবাজারের কালিঘাটের কালিমন্দিরের পার্শ্ববর্তী গলিতে থাকা একটি পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করে কোতোয়ালী থানা পুলিশ। যেগুলোর বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি ছিল। এই পিকআপটি নীল ও সাদা রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি রেখে গাড়িটির চালক এবং অপর একজন আসামি দৌড়ে পালিয়ে যায়।

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে