Ajker Patrika

সিলেটে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৪, ০০: ৫১
সিলেটে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সিলেটে দাদার সঙ্গে বাড়ির বাইরে বের হয়ে অটোরিকশার ধাক্কায় আট বছরের শিশু রাফিয়া জান্নাত মাইশার মারা গেছে। আজ শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাইশার ৬ বছর বয়সী আরেক বোন আহত হয়েছে।

মাইশা ও রাইসা সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে।

জানা গেছে, আজ শুক্রবার সকালে মাইশা ও রাইসা তার দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় বের হয়। এ সময় সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত হয় রাইসা।

অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত