
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে ছাত্রলীগের চার নেতা নিহত হন।
আজ শনিবার বেলা ২টার দিকে জৈন্তাপুর রাজবাড়ী মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তিনজনের জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁরা হলেন—উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। আর রণদিপ পালের ছেলে নিহাল পালের (২৫) শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
নিহত সবার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান সিলেট-৪ আসনের একাধিকবারের সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি।
এদিকে তিনজনের জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীসহ হাজারো মানুষ। আর সেখানে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার।
ইমরান আহমদ বলেন, ‘শুনেছি গতকাল রাতে তাদের চিকিৎসা নিয়ে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে অপ্রীতিকর ঘটনা গঠেছে। তদন্তপূর্বক হাসপাতাল কর্তৃপক্ষের দায় থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩২ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৬ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে