হেফাজত নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগ করেন ঝুমন দাস। পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর পরিবারের কাছে ফিরে আসেন তিনি। পরিবারে অভাব অনটন থাকা সত্ত্বেও থেমে নেই তাঁর মানবতার কাজ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ গ্রামের গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি-কাপড় বিতরণ করেন তিনি। এ ছাড়া লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত দিরাই ডিগ্রি কলেজের ছাত্র রনি দাসের চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য করার জন্য গ্রামে ও হাটবাজারে ঘুরে টাকা তুলছেন।
জানা যায়, জেল থেকে বের হয়ে যেখানে নিজের পরিবার ও শিশু সন্তানকে সময় দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা না করে মানবকল্যাণে কাজ করছেন ঝুমন দাস। রনি দাস লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করছেন। চিকিৎসার জন্য সাহায্য পাওয়ার আশায় বিভিন্ন সংবাদপত্রে সাক্ষাৎকার দেন তিনি। জেল থেকে বের হয়েই ঝুমন দাসের নজরে আসে রনি দাসের সাহায্যের খবরটি। তাই তিনি বাড়ি এসেই গত ১ অক্টোবর থেকে রনির পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের বক্স নিয়ে গ্রামে গ্রামে ও বিভিন্ন বাজারে বাজারে বিত্তবানদের কাছ থেকে সাহায্য তুলছেন।
এ বিষয়ে নওয়াগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা অনিল দাস বলেন, ঝুমন সব সময়ই পরোপকারী ছিল। অন্যায়ের প্রতিবাদ করতে কখনো ভয় পেতেন না। আর অন্যায়ের প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে তাঁকে ৬ মাস জেলে থাকতে হয়েছে। তাই মিথ্যা মামলা থেকে ঝুমনকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি।
ঝুমন দাস আজকের পত্রিকাকে বলেন, হেফাজত নেতা মামুনুল হকের সাম্প্রদায়িকতার উসকানি বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘ ৬ মাস জেল খেটেছি। দেশকে ভালোবাসি তাই দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। আর এলাকার গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করার নামই হচ্ছে দেশপ্রেম।
ঝুমন দাস আরও বলেন, লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত রনির পাশে থেকে কিছুটা হলেও সাহায্য করতে পারলে আমি উপকৃত হব। কেননা মানুষ মানুষের জন্যই। আমি বিপদে থাকাকালীন অবস্থায় এ দেশের মানুষও আমার মুক্তির জন্য আন্দোলন করেছেন।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে