সিলেট প্রতিনিধি

সিলেটের বিভিন্ন মহাসড়ক পয়েন্ট অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রথমে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে সিলেটের ১৮টি থানায় সড়ক অবরোধ করেন তাঁরা।
এদিকে, অবরোধের ফলে সিলেট–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুপাশে আটকা পড়ে যানবাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ তুলে নেননি শ্রমিকেরা।
জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, ‘আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কী কারণে নিয়ে গেছে আমরা জানি না। আমাদের কিছু বলা হয়নি। তাঁদের না ছাড়া পর্যন্ত অবরোধ তুলব না। জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এখন একই সঙ্গে ১৮টি থানায় অবরোধ চলতেছে।’
শ্রমিকনেতারা জানান, র্যাব বাহিনী তাঁদের চারজন শ্রমিকনেতাকে ধরে নিয়ে গেছে। সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজন ও দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে দুজনকে ধরে নিয়ে গেছে। তবে এখনো তারা আটকের সত্যতা নিশ্চিত করেনি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে এখনো অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। তারা শুধু তেতলি পয়েন্ট না, পুরো জেলায়ই এই অবরোধ পালন করছেন।’
এ বিষয়ে র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাঁদাবাজদের ধরতে আমাদের একটি টিম অভিযানে রয়েছে। অভিযান শেষে তারা ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

সিলেটের বিভিন্ন মহাসড়ক পয়েন্ট অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রথমে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে সিলেটের ১৮টি থানায় সড়ক অবরোধ করেন তাঁরা।
এদিকে, অবরোধের ফলে সিলেট–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুপাশে আটকা পড়ে যানবাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ তুলে নেননি শ্রমিকেরা।
জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, ‘আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কী কারণে নিয়ে গেছে আমরা জানি না। আমাদের কিছু বলা হয়নি। তাঁদের না ছাড়া পর্যন্ত অবরোধ তুলব না। জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এখন একই সঙ্গে ১৮টি থানায় অবরোধ চলতেছে।’
শ্রমিকনেতারা জানান, র্যাব বাহিনী তাঁদের চারজন শ্রমিকনেতাকে ধরে নিয়ে গেছে। সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজন ও দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে দুজনকে ধরে নিয়ে গেছে। তবে এখনো তারা আটকের সত্যতা নিশ্চিত করেনি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে এখনো অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। তারা শুধু তেতলি পয়েন্ট না, পুরো জেলায়ই এই অবরোধ পালন করছেন।’
এ বিষয়ে র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাঁদাবাজদের ধরতে আমাদের একটি টিম অভিযানে রয়েছে। অভিযান শেষে তারা ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে