সিলেট প্রতিনিধি

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ এবং চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার সকালে নগরের শাহপরান এলাকার মুরাদপুর থেকে তাঁদের আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ১০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহী সদরের মো. মইন উদ্দিনের ছেলে মো. স্বপন ইসলাম (৩২) (ট্রাকচালক), মো. বদুদ জামানের ছেলে মো. শাহজাহান (২৭) (হেলপার), পাবনার সুজানগরের মৃত ইসমাইল শেখের ছেলে মো. এরশাদ শেখ (৪০) (ট্রাকচালক) ও মৃত ইসমাইল শেখের ছেলে মো. গিয়াস প্রামাণিক (২০) (হেলপার)।
পুলিশ জানায়, গতকাল সকালে শাহপরান এলাকার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার ওপর থেকে দুটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। একটি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তাসহ মোট ৭৩৫ বস্তা চিনি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা। এগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।
জেলা পুলিশের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা অতিক্রম করে এই বিপুল পরিমাণ চিনির চালান এসএমপির সীমানায় প্রবেশ করলে মহানগর ডিবির চৌকস টিমের হাতে ধরা পড়ে।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিপক্ষের বিরুদ্ধে এসএমপি শাহপরান থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে এসএমপি ডিবির অভিযান অব্যাহত আছে।

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ এবং চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার সকালে নগরের শাহপরান এলাকার মুরাদপুর থেকে তাঁদের আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ১০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহী সদরের মো. মইন উদ্দিনের ছেলে মো. স্বপন ইসলাম (৩২) (ট্রাকচালক), মো. বদুদ জামানের ছেলে মো. শাহজাহান (২৭) (হেলপার), পাবনার সুজানগরের মৃত ইসমাইল শেখের ছেলে মো. এরশাদ শেখ (৪০) (ট্রাকচালক) ও মৃত ইসমাইল শেখের ছেলে মো. গিয়াস প্রামাণিক (২০) (হেলপার)।
পুলিশ জানায়, গতকাল সকালে শাহপরান এলাকার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার ওপর থেকে দুটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। একটি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তাসহ মোট ৭৩৫ বস্তা চিনি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা। এগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।
জেলা পুলিশের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা অতিক্রম করে এই বিপুল পরিমাণ চিনির চালান এসএমপির সীমানায় প্রবেশ করলে মহানগর ডিবির চৌকস টিমের হাতে ধরা পড়ে।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিপক্ষের বিরুদ্ধে এসএমপি শাহপরান থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে এসএমপি ডিবির অভিযান অব্যাহত আছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে