সিলেট প্রতিনিধি

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ এবং চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার সকালে নগরের শাহপরান এলাকার মুরাদপুর থেকে তাঁদের আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ১০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহী সদরের মো. মইন উদ্দিনের ছেলে মো. স্বপন ইসলাম (৩২) (ট্রাকচালক), মো. বদুদ জামানের ছেলে মো. শাহজাহান (২৭) (হেলপার), পাবনার সুজানগরের মৃত ইসমাইল শেখের ছেলে মো. এরশাদ শেখ (৪০) (ট্রাকচালক) ও মৃত ইসমাইল শেখের ছেলে মো. গিয়াস প্রামাণিক (২০) (হেলপার)।
পুলিশ জানায়, গতকাল সকালে শাহপরান এলাকার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার ওপর থেকে দুটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। একটি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তাসহ মোট ৭৩৫ বস্তা চিনি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা। এগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।
জেলা পুলিশের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা অতিক্রম করে এই বিপুল পরিমাণ চিনির চালান এসএমপির সীমানায় প্রবেশ করলে মহানগর ডিবির চৌকস টিমের হাতে ধরা পড়ে।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিপক্ষের বিরুদ্ধে এসএমপি শাহপরান থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে এসএমপি ডিবির অভিযান অব্যাহত আছে।

সিলেটে ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ এবং চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার সকালে নগরের শাহপরান এলাকার মুরাদপুর থেকে তাঁদের আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ১০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহী সদরের মো. মইন উদ্দিনের ছেলে মো. স্বপন ইসলাম (৩২) (ট্রাকচালক), মো. বদুদ জামানের ছেলে মো. শাহজাহান (২৭) (হেলপার), পাবনার সুজানগরের মৃত ইসমাইল শেখের ছেলে মো. এরশাদ শেখ (৪০) (ট্রাকচালক) ও মৃত ইসমাইল শেখের ছেলে মো. গিয়াস প্রামাণিক (২০) (হেলপার)।
পুলিশ জানায়, গতকাল সকালে শাহপরান এলাকার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার ওপর থেকে দুটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। একটি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তাসহ মোট ৭৩৫ বস্তা চিনি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা। এগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।
জেলা পুলিশের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা অতিক্রম করে এই বিপুল পরিমাণ চিনির চালান এসএমপির সীমানায় প্রবেশ করলে মহানগর ডিবির চৌকস টিমের হাতে ধরা পড়ে।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিপক্ষের বিরুদ্ধে এসএমপি শাহপরান থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে এসএমপি ডিবির অভিযান অব্যাহত আছে।

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১০ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
৩০ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
৩৩ মিনিট আগে